সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার | ২২ অক্টোবর ২০২৫ : ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রেসক্লাব চত্বর ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে সবার আগে প্রয়োজন সচেতনতা ও আইন মানার মানসিকতা। নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, যাত্রী ও পথচারী—সবারই দায়িত্ব রয়েছে।”
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ। বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মিজানুর রহমান (ভিপি মিজান), জেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম, জামায়াতের মৌলভীবাজার জেলা সেক্রেটারি প্রিন্সিপাল মো. ইয়ামীর আলী প্রমুখ।
অনুষ্ঠানে বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ছয়জনের পরিবারকে ২০ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জে নানা আয়োজন
জেলা সদরের পাশাপাশি মৌলভীবাজারের বিভিন্ন উপজেলাতেও দিবসটি উদযাপন করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলায় প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অন্যদিকে, কমলগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
সচেতনতা বাড়ানোর আহ্বান
বক্তারা বলেন, দেশের উন্নয়ন টেকসই করতে হলে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। চালকের অদক্ষতা, অতিরিক্ত গতি ও যানবাহনের অনিয়মিত ফিটনেস—এসবই দুর্ঘটনার মূল কারণ।
তারা সবাইকে ট্রাফিক আইন মানার আহ্বান জানান এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগ বাড়ানোর উপর জোর দেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি