সিলেট ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫
মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ২২ অক্টোবর ২০২৫ : লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকালে জেলা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মো. আকতার হোসেন। জেলা পুলিশের সদস্যদের কল্যাণ, সুযোগ-সুবিধা ও পেশাগত উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় একজন পুলিশ সদস্য গুরুতর অসুস্থ হওয়ায়, তার চিকিৎসার সহায়তায় জেলা পুলিশের পক্ষ থেকে অনুদান প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক, পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. শামসুল আলম, মেডিকেল অফিসার ডা. বাকি বিল্লাহ, ডিআইও-১, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন), জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
সভায় পুলিশ সুপার উপস্থিত সদস্যদের মনোবল বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবামুখী পুলিশি কার্যক্রমে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি