সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৩ অক্টোবর ২০২৫ : বিশ্বজুড়ে তরুণ ও পেশাজীবীদের জন্য এক অনন্য সুযোগ নিয়ে এসেছে জাতিসংঘ। “United Nations Online Volunteer Program 2025” শিরোনামে শুরু হয়েছে জাতিসংঘের অনলাইন স্বেচ্ছাসেবী কর্মসূচি, যেখানে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অংশগ্রহণ করা যাবে সম্পূর্ণ অনলাইনে।
✅ বৈশ্বিক প্ল্যাটফর্মে কাজের সুযোগ
জাতিসংঘের স্বেচ্ছাসেবী সংস্থা United Nations Volunteers (UNV) এই উদ্যোগ পরিচালনা করছে। কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীরা জাতিসংঘের বিভিন্ন সংস্থা, উন্নয়ন প্রকল্প ও আন্তর্জাতিক বেসরকারি সংগঠনের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন।
স্বেচ্ছাসেবীরা অনলাইনভিত্তিক বিভিন্ন প্রকল্পে যুক্ত হতে পারবেন, যেমন—
গবেষণা ও প্রতিবেদন লেখা,
গ্রাফিক ডিজাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা,
অনুবাদ ও ভাষা সহায়তা,
পরিবেশ, শিক্ষা, লিঙ্গসমতা, মানবাধিকার ইত্যাদি খাতে কাজ।
????
সার্টিফিকেট ও পেশাগত উন্নয়ন
কর্মসূচি শেষে প্রতিটি স্বেচ্ছাসেবীকে জাতিসংঘের অফিসিয়াল সার্টিফিকেট প্রদান করা হবে, যা ভবিষ্যতে চাকরি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি মূল্যবান সংযোজন হিসেবে বিবেচিত হবে। সার্টিফিকেটটি জাতিসংঘ কর্তৃক যাচাই করা হয়, যা বৈশ্বিক পরিসরে স্বীকৃত।
????
সম্পূর্ণ অনলাইন ও সময়নির্ভর নমনীয়তা
প্রকল্পগুলো সম্পূর্ণ অনলাইন হওয়ায় বিশ্বের যেকোনো জায়গা থেকে অংশগ্রহণ করা সম্ভব। অংশগ্রহণকারীরা নিজেদের সময় ও দক্ষতা অনুযায়ী প্রকল্প বেছে নিতে পারেন। প্রতিটি প্রকল্পের সময়সীমা ও আবেদন শেষ তারিখ আলাদা, তাই আগ্রহীদের প্রকল্পভিত্তিক বিস্তারিত তথ্য দেখে আবেদন করতে হবে।
????
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা জাতিসংঘ স্বেচ্ছাসেবী কর্মসূচির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিবন্ধন ও আবেদন করতে পারবেন। লিঙ্ক নিম্নে দেওয়া রয়েছে-
Apply now: https://tinyurl.com/2uph6y76
????️
জাতিসংঘের বক্তব্য
জাতিসংঘ স্বেচ্ছাসেবী সংস্থার মতে, “অনলাইন স্বেচ্ছাসেবীরা মানবিক উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা সীমান্ত অতিক্রম করে ডিজিটাল মাধ্যমে পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন।”
????
সময়সীমা
কর্মসূচির নির্দিষ্ট কোনো একক সময়সীমা নেই। প্রতিটি প্রকল্পের আবেদনের শেষ তারিখ আলাদা, তাই আবেদনকারীদের নিয়মিত ওয়েবসাইট পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।
ℹ️
তথ্যসূত্র
এই তথ্য জাতিসংঘ স্বেচ্ছাসেবী সংস্থা (UNV)-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত। সুযোগসংক্রান্ত সর্বশেষ আপডেটের জন্য অফিসিয়াল সূত্র অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
সংক্ষেপে:
কর্মসূচি: United Nations Online Volunteer Program 2025
আয়োজন: United Nations Volunteers (UNV)
প্রকৃতি: সম্পূর্ণ অনলাইন
সুবিধা: ফ্রি সার্টিফিকেট, আন্তর্জাতিক অভিজ্ঞতা, সময়ের নমনীয়তা
সময়সীমা: প্রকল্পভেদে ভিন্ন
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি