সিলেট ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১২ জানুয়ারি ২০২৬ : দেশের প্রথম সারির অন্যতম জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকায় পদোন্নতি পেয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও পত্রিকাটির মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. এহসানুল হক। কাজের স্বীকৃতিস্বরূপ তাকে মৌলভীবাজার জেলার স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি দিয়েছে পত্রিকা কর্তৃপক্ষ।
দৈনিক খোলা কাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুরে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার রাতে সারা দেশের জেলা প্রতিনিধিদের নিয়ে গঠিত হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি এ ঘোষণা দেন। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এ পদোন্নতি কার্যকর হবে বলে জানানো হয়।
খুব অল্প সময়ের মধ্যেই পেশাগত দক্ষতা, অনুসন্ধানী সাংবাদিকতা ও ধারাবাহিক কর্মতৎপরতার মাধ্যমে পত্রিকা কর্তৃপক্ষের আস্থা অর্জন করেন মো. এহসানুল হক। তিনি ২০২৫ সালের ২০ জানুয়ারি খোলা কাগজ-এ শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। একই বছরের ২১ মার্চ প্রথম পদোন্নতি পেয়ে মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সাংবাদিকতার এক বছরের কর্মজীবনে তার পরিবেশিত প্রতিবেদনগুলো জাতীয় পর্যায়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, গত এক বছরে তার করা ৩৭টি অনুসন্ধানী প্রতিবেদন, ২৬টি বিশেষ প্রতিবেদন, প্রকৃতি ও পরিবেশ বিষয়কসহ বিভিন্ন ধরণের ২২০টি ফিচার নিউজ, ১৮টি কৃষি বিষয়ক ফিচার এবং ১৪০টি কারেন্ট নিউজ খোলা কাগজ-এর প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে। এক বছরে মোট ৪৪১টি সংবাদ প্রিন্ট সংস্করণে ছাপা হয়।
তার একাধিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত কমিটি গঠন, শোকজ নোটিশ প্রদান ও জরিমানা আরোপসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এতে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা। সাংবাদিকতার পেশাগত সাফল্য ও দায়বদ্ধতার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে তার কাজকে মূল্যায়ন করা হচ্ছে।
তবে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাকে নানা প্রতিবন্ধকতা, বিব্রতকর পরিস্থিতি এবং তথ্য অধিকার আইনে আবেদন করতে গিয়ে ব্যক্তিগত অর্থ ব্যয়ের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। এসব প্রতিকূলতার মধ্যেও খোলা কাগজ কর্তৃপক্ষ সবসময় তার পাশে থেকেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পত্রিকার নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন সর্বদা তাকে সাহস ও অভয় দিয়েছেন। বার্তা সম্পাদক সফিকুল ইসলাম সবুজ দেশের মধ্যে সর্বাধিক তার প্রেরিত সংবাদ প্রকাশ করে তাকে উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছেন। মফস্বল সম্পাদক নুরে জান্নাত সুমি, অনলাইন ইনচার্জ আব্দুল্লাহ আল জাহিদসহ অফিসের অন্যান্য সহকর্মীদের আন্তরিক সহযোগিতায় তার শ্রম, মেধা ও ত্যাগ সার্থক হয়েছে।
এর আগে জাতীয় দৈনিক ও অনলাইন একাধিক গণমাধ্যমে কাজ করলেও খোলা কাগজ-এর মতো অনিয়ম ও দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদনে এমন দৃঢ় সমর্থন অন্য কোথাও পাননি বলেও জানান তিনি।
এক প্রতিক্রিয়ায় মো. এহসানুল হক পদোন্নতির জন্য খোলা কাগজ সম্পাদক মহোদয়সহ পুরো খোলা কাগজ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে তিনি নির্বাহী সম্পাদক মো. মনির হোসেনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা
দেশের প্রথম সারির অন্যতম জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকায় পদোন্নতি পাওয়ায় মো. এহসানুল হককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মো. এহসানুল হকের এ পদোন্নতি তার পেশাগত সততা, সাহসী সাংবাদিকতা ও পরিশ্রমের স্বীকৃতি। ভবিষ্যতে তিনি আরও দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি