শ্রীমঙ্গলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৬

শ্রীমঙ্গলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ

Manual5 Ad Code
দুই হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল প্রদান

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৮ জানুয়ারি ২০২৬ : শ্রীমঙ্গলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সকালে শ্রীমঙ্গল শহরের শিশু পার্ক মাঠে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

Manual8 Ad Code

যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফুর পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকার প্রায় দুই হাজার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Manual5 Ad Code

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন শ্রীমঙ্গল শহর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শ্রীমঙ্গল–কমলগঞ্জ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি বলেন, “বিএনপি সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের কল্যাণে সারাজীবন কাজ করেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় এবং তাঁর আদর্শ অনুসরণ করেই আমরা মানবিক কার্যক্রম পরিচালনা করছি।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে মানুষের কষ্ট বেড়েছে। শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে।”

Manual4 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার, শ্রীমঙ্গল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কালাম আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হাসান লুপ্পা, সামি মাহমুদ চৌধুরী, শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ, জাসাসের পৌর কমিটির সদস্য জাহেদ আলীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কম্বলপ্রাপ্ত সুবিধাবঞ্চিতরা এ মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, শীতের এই সময়ে কম্বল পেয়ে তারা কিছুটা স্বস্তি অনুভব করছেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।