উইতে এক বছর!

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মে ১১, ২০২১

উইতে এক বছর!

Manual2 Ad Code

অতন্দ্রিলা আয়শি |  রংপুর, ১১ মে ২০২১ : উইতে এক বছর!  ? গত বছর মে মাসের ৮ তারিখ উইতে জয়েন করি। কিভাবে একটা বছর কেটে গেল টেরই পেলাম না।

Manual5 Ad Code

সর্বশেষ কাজ সহ আমার সেল আপডেট ৮৫,৩০০/-
অনেকেই ভাবছেন একবছরে লাখপতির খাতায় নাম লেখাতে পারিনি। মাঝখানে দুমাস অনার্স ফাইনাল পরীক্ষার জন্য উইতে একটিভ থাকলেও কাজের অর্ডার বন্ধ রাখতে হয়েছিলো। মূল কারণ এটাই।
যাই হোক, আবার পুরোদমে কাজ শুরু করেছি। আর আমার সব কাজ একা হাতে সামলাই।
সব সময়ের জন্য কৃতজ্ঞতা Razib Ahmed স্যারের প্রতি, নাসিমা আক্তার নিশা আপুর প্রতি। তাঁরা না হলে নিজেকে মেলে ধরবার এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেতাম না।
আরো কৃতজ্ঞতা সেই সব মানুষগুলোর প্রতি যাদের সাথে উইতে আমার পরিচয় হয়েছে এবং যারা আমাকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন ?
আবারো আমি অতন্দ্রিলা আয়শি, পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। কাজ করছি হ্যান্ড পেইন্ট নিয়ে ?

Manual4 Ad Code

স্বত্বাধিকারী
Darkak : দাঁড়কাক

এই পন্যের গুনগত মান আমি ব্যক্তিগত ভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে এর পরিচিতি  পোস্ট করেছি। আমার এই পণ্যের দায়ভার আমারই। “উই”  কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয় এর সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করেনা।”

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual3 Ad Code