সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, মে ১২, ২০২১
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১২ মে ২০২১ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর আজকের (১২ মে ২০২১) সভার প্রস্তাবে বলেছে ঈদ উৎসবকে কেন্দ্র করে করোনা সংক্রমণরোধে সরকারের গৃহীত ব্যবস্থার ক্ষেত্রে সমন্বয়হীনতা সাধারণ জনগণের দুর্ভোগকে বাড়ায়নি কেবল, সমগ্র জাতিকে করোনার ভারতীয় ভেরিয়েন্ট বিস্তারের ঝুঁকিতে ফেলে দিয়েছে। লকডাউনের ক্ষেত্রে একেক সময় একেক আদেশ এবং সেই সব আদেশ কার্যকর করতে উদ্যোগহীনতা ও গাছাড়াভাব ঐ লকডাউনকেও অপ্রাসঙ্গিক করে তুলেছে। সরকারী কর্তৃপক্ষ করোনা সংক্রমণ ও জনদুর্ভোগের ব্যাপারে কতখানি অসংবেদনশীল তা তাদের প্রজ্ঞাপন জারি করে দায়িত্ব সরকার ঘটনাই প্রমাণ দেয়। তারা তাদের দায়িত্ব ও সিদ্ধান্তহীনতার দায় জনগণের উপর চাপাচ্ছে।
ওয়ার্কার্স পার্টির সভা জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সকল স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালন করার জন্য দেশবাসীকে আহবান জানিয়েছে।
ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভা অপর এক প্রস্তাবে ভ্যাকসিন সংকট সম্পর্কে বলা হয়, এই ঘটনা রবীন্দ্রনাথের “আমরা শুরু করি ভাল, শেষ করি না” কথাকেই স্মরণ করিয়ে দেয়। তিনি বলে গেছেন কিভাবে স্বার্থবুদ্ধিতা বাঙালীর এগিয়ে যাওয়াকে ঠেকিয়ে রাখে। ভ্যাকসিন ক্ষেত্রেও সরকারী উক্ত পদে আসীন ব্যক্তির প্রতিষ্ঠানকে লাভ পাইয়ে দিতে ভ্যাকসিনের একটি উৎসের উপর নির্ভর করা এবং অন্যান্য উৎসকে নিরুৎসাহিত করা নয়, তারা যাতে এগিয়ে আসতে না পারে সে প্রতিবন্ধকতা সৃষ্টি করার সরকারের মহল বিশেষের স্বার্থবুদ্ধি ভ্যাকসিনের এই সংকট সৃষ্টি করেছে। এখন প্রয়োজনের ভ্যাকসিন পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরী হয়েছে।
প্রস্তাবে বাংলাদেশে গণটিকাদান কর্মসূচী অব্যাহত রাখতে ভ্যাকসিন সংগ্রহে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণের আহবান জানান হয়। অনলাইন সভায় সভাপতিত্ব করেন পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি।
সভায় অংশ গ্রহণ করেন পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড ড. সুশান্ত দাস, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড কামরূল আহসান, কমরেড হাজী বশিরুল আলম, কমরেড আমিনুল ইসলাম গোলাপ, কমরেড অধ্যাপক নজরুল ইসলাম হক্কানী, কমরেড অধ্যাপক নজরুল হক নীলু প্রমূখ।
সভায় করোনা থেকে সুস্থ হয়ে উঠার জন্য পার্টির সাধারণ সম্পাদককে অভিনন্দন জানানো হয় ও তাকে আরও বিশ্রাম নেয়ার পরামর্শ দেয়া হয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D