প্যালেস্টাইনের সাধারণ মানুষের উপর ইসরায়েলী আক্রমণে ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, মে ১৩, ২০২১

প্যালেস্টাইনের সাধারণ মানুষের উপর ইসরায়েলী আক্রমণে ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৩ মে ২০২১ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, গত সপ্তাহ ধরে প্যালেস্টাইনের নিরপরাধ সাধারণ মানুষের উপর ইসরায়েলী সরকারের আধিপত্যবাদী আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছেন।

Manual3 Ad Code

জেরুজালেমে ও গাজায় ইসরাইলী সৈন্য বাহিনীর আক্রমণে ৯জন শিশুসহ ২০ জন প্যালেস্টিনিয়ানের মৃত্যু বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এই দুই নেতাকে শোকাহত করেছে। এ ব্যাপারে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার ইউরোপীয় দোসরদের নীরব ভূমিকা- বিশ্ব জনমতকে বিস্মিত করেছে এবং তীব্র ভাবে নিন্দা জানাচ্ছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক প্যালেস্টাইনী জনগণের সংগ্রামের সাথে একাত্ম ঘোষণা করেন ও ইসরাইলী কর্তৃপক্ষের প্যালেস্টাইনী জাতিগতভাবে নিধন করার সকল চক্রান্তের বিরুদ্ধে পৃথিবীর সকল মুক্তিকামী জনতাকে সোচ্চার আহ্বান জানিয়েছেন।

Manual5 Ad Code

প্যালেস্টাইনের নিরপরাধ সাধারণ মানুষের উপর ইসরায়েলী আগ্রাসন আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual5 Ad Code