১৬৩ ডলার বেড়ে এখন মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলার

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মে ১৭, ২০২১

১৬৩ ডলার বেড়ে এখন মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা,  ১৭ মে ২০২১ : মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ১৬৩ ডলার বেড়েছে। টাকার হিসাবে সাড়ে ১৩ হাজার টাকার কিছু বেশি। চলতি বছর মাথাপিছু আয় হয়েছে দুই হাজার ২২৭ ডলার, যা গত অর্থবছরে (২০১৯-২০২০) ছিল দুই হাজার ৬৪ ডলার।

সোমবার (১৭ মে ২০২১) মন্ত্রিসভার বৈঠকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই তথ্য জানিয়েছেন।

Manual8 Ad Code

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।

Manual7 Ad Code

প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা বাংলাদেশ সচিবালয় থেকে ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০২০-২১ অর্থবছরে আমাদের মাথাপিছু আয় দুই হাজার ২২৭ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এর আগে মাথাপিছু আয় ছিল দুই হাজার ৬৪ মার্কিন ডলার। তাই, এই প্রবৃদ্ধি ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’

সচিব বলেন, প্রতি ডলারের বিপরীতে টাকার মান ৮৪.৮১ ধরে এক লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা হিসেবে করা হয়েছে।

Manual1 Ad Code

আনোয়ারুল ইসলাম বলেন, ‘আজকে কেবিনেটে পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, গত অর্থবছরে ডিজিপি (মোট দেশজ উৎপাদন) ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩৭৮ কোটি টাকা, এটা হয়েছে ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা। যদিও হিসাব এখনো ফাইনাল হয়নি। অর্থ বিভাগ থেকে প্রাথমিকভাবে একটা হিসাব দেয়া হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজ প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের ৪০ বছর। আজ মাথাপিছু আয় বাড়ার বিষয়টি জানানোর জন্য মন্ত্রিসভা পরিকল্পনামন্ত্রীকে ধন্যবাদ জানায়।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual4 Ad Code