জলরঙে আঁকিয়ে নিলাম মসলিন শাড়িখানা

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, মে ২২, ২০২১

জলরঙে আঁকিয়ে নিলাম মসলিন শাড়িখানা

Manual3 Ad Code

সুমাইয়া সালাম | ঢাকা, ২২ মে ২০২১ :

Manual4 Ad Code

কোথায় চলেছো? এদিকে এসো না! দুটো কথা শোনা দিকি

Manual5 Ad Code

এই নাও- এই চকচকে ছোটো, নুতন রূপোর সিকি
ছোকানুর কাছে দুটো আনি আছে, তোমারে দেবো গো তা-ও,আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও।
নৌকা তোমার ঘাটে বাঁধা আছে- যাবে কি অনেক দূরে?
পায়ে পড়ি, মাঝি, সাথে নিয়ে চলো মোরে আর ছোকানুরে
আমারে চেনো না? মোর নাম খোকা, ছোকানু আমার বোন
তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা-পদ্মা-শোন।
———– নদী-স্বপ্ন,

কবি বুদ্ধদেব বসুর এই কবিতাটা বহুদিন পর পড়তে পড়তে নৌকা নদী সমুদ্র নিয়ে মনের মধ্যে এত আলোড়ন হচ্ছিল! এই সব প্রতিচ্ছবি রক্তে মিশে আছে আমাদের।
কি রঙিন আর সুন্দর বাংলা আমার। তাই না?
বড় বড় ডিঙি নৌকা দিয়ে জলরঙে আঁকিয়ে নিলাম মসলিন শাড়িখানা। আর সেই শাড়ির নাম দিলাম নদীস্বপ্ন।

Manual7 Ad Code

সুমাইয়া
স্বত্বাধিকারী : Silken

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual8 Ad Code