উদ্যেক্তা হওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি অনলাইন প্লাটফর্মে

প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২১

উদ্যেক্তা হওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি অনলাইন প্লাটফর্মে

Manual7 Ad Code

আনিকা আলম নিশা | ঢাকা, ২৩ মে ২০২১ : আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?

Manual8 Ad Code

“উই” গ্ৰুপের একজন পুরোনো সদস্য আমি কিন্তু উদ্যেক্তা হিসেবে একদমই নতুন। তাই আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আগে … আমি আনিকা, ঢাকায় থাকি। ইংরেজি সাহিত্যে অনার্স শেষ করেছি, পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরি করতাম আর এখন উদ্যেক্তা হওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি অনলাইন প্লাটফর্মে। আমি মানুষ হিসেবে অনেক বেশি পসিটিভ মাইন্ডের, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি। আমার কাছে মনে হয় হয় জীবনটা তো অনেক ছোট তাই যতদিন বেঁচে থাকি আপন মানুষদের নিয়ে ভালো থাকতে চাই, ভালো কাজ করতে চাই, নিজেকে আরো ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।

Manual4 Ad Code

আমি শাড়ি পড়তে ভীষণ ভালোবাসি আর শাড়ির সাথে সবসময় হালকা কিছু গহনা পড়া হয়। আমার কাছে মনে হয় বাঙালি নারীদের শাড়িতে সবচেয়ে বেশি মানায় আর শাড়ীর সাথে গহনা পড়লে আরো বেশি ভালো লাগে, সাজটা পরিপূর্ণতা পায়। গহনার প্রতি ভালোবাসা থেকেই সিদ্ধান্ত নেই মেয়েদের গহনা নিয়ে কাজ করার। বর্তমানে আমি কাজ করছি দেশীয়, ইন্ডিয়ান জয়পুরি, জার্মান সিলভার, এন্টিক গহনা নিয়ে। ভবিষ্যতে আরও পণ্য নিয়ে কাজ করার ইচ্ছা আছে। ?

Manual8 Ad Code

আমি যেহেতু একজন নতুন উদ্যাক্তা… তাই আমার আরো অনেকটা পথ অতিক্রম করা বাকি, এই গ্রুপের পোস্টগুলো খুব ভালো লাগে, অনুপ্রেরণা দেয় এবং অনেক কিছু শিখতেও পারছি। সকল উদ্যেক্তা আপু ও ভাইয়াদের জন্য শুভ কামনা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ধৈর্য্যশীল থেকে নিজের কাজের মাধ্যমে সফলতা অর্জন করতে পারি। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। ?

Manual6 Ad Code

– আনিকা আলম
সক্তাধিকারী- Cute Little Things
ঢাকা থেকে কাজ করছি মেয়েদের গহনা নিয়ে।

(বিঃদ্রঃ “আমি যে সকল পন্য সামগ্রী নিয়ে কাজ করছি সেগুলোর গুনগত মান আমি ব্যক্তিগতভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে এর পরিচিতি পোস্ট করেছি। আমার এই পণ্যের দায়ভার আমারই। “উই” কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয় এর সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করেনা।”)

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual4 Ad Code