সাফল্য দীর্ঘ তপস্যার ফল

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২১

সাফল্য দীর্ঘ তপস্যার ফল

Manual2 Ad Code

তাহমিনা তনু | ঢাকা, ২৭ মে ২০২১: আমরা প্রত্যেকেই শান্তিপূর্ণ জীবনের পাশাপাশি জীবনে প্রত্যাশিত সাফল্য লাভ করতে চাই। কিন্তু একইসঙ্গে আমরা আর একটা বিষয়ও জানি যে সাফল্য হচ্ছে এমন একটা জিনিস যা কখনওই একজন মানুষ, একদিনে আয়ত্ত করতে পারে না।

সাফল্য দীর্ঘ তপস্যার ফল, দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার সঙ্গে বিশেষভাবে যুক্ত থাকে একজন মানুষের নিরসল প্রচেষ্টা এবং উচ্চাশা।

Manual4 Ad Code

আমাদের প্রত্যেকের মাথাতেই অনেক অনেক বুদ্ধি গিজগিজ করছে, কিন্তু যতক্ষণ না সেটা খাটিয়ে আমরা বাস্তবে কিছু করতে পারছি ততক্ষণ পর্যন্ত আদতে আমাদের পক্ষে কোনও কাজই করা সম্ভব নয়। বাইরের মানুষ কিন্তু জানবে না আমাদের সুপ্ত প্রতিভার কথা।

Manual4 Ad Code

পৃথিবীর সবচেয়ে বড় অপচয় এই প্রতিভার অপচয়। প্রতিদিন যদি একটা চ্যালেঞ্জই না থাকে তাহলে কীসের জীবন?

Manual6 Ad Code

নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করাটাই হল আসল উদ্দেশ্য। কিছু করার সবচেয়ে ভাল সময় হচ্ছে “এখন”। তাই “কিভাবে হবে” না ভেবে এখনই নেমে পড়া কাজে। জীবনে সফল মানুষেরা ঠিক এইভাবেই তাঁদের জীবনে সাফল্যের মুখ দেখেছে।সাফল্যের শিখরে পৌঁছাতে হয় আমাদের ধাপে ধাপে, একটু একটু করে। সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা এবং ছক নির্মাণের মধ্যে দিয়ে।

Manual7 Ad Code

তাহমিনা তনু
Owner of Labonyo

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual2 Ad Code