বিনোদন কেন্দ্রগুলো ফের খুলে দেয়ার সবুজ সংকেত দিল চীন

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মে ১১, ২০২০

বিনোদন কেন্দ্রগুলো ফের খুলে দেয়ার সবুজ সংকেত দিল চীন

Manual8 Ad Code

বেইজিং, ১১ মে ২০২০: চীনের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারি কমিটি দেশের বিভিন্ন সিনেমা হল, বিনোদন কেন্দ্র ও ক্রীড়া স্থাপনা ফের খুলে দেয়ার সবুজ সংকেত দিয়েছে। দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে কয়েক মাস ধরে এসব বিনোদন কেন্দ্র বন্ধ ছিল। খবর এএফপি’র।

Manual7 Ad Code

শুক্রবার জারি করা চীনের স্টেট কাউন্সিলের দিক নির্দেশনায় ইনডোর সাংস্কৃতিক ও বিনোদন কেন্দ্র এবং আউটডোর ক্রীড়া স্থাপনা খুলে দেয়ার অনুমতি দেয়া হয়েছে।
পর্যটকদের কাছে আকর্ষণীয় এমন বিনোদন কেন্দ্রগুলোও সীমিত সংখ্যক দর্শনার্থীর জন্য খুলে দেয়া হবে। তবে এক্ষেত্রে সুনির্দিষ্ট কোন সময় উল্লেখ করা হয়নি।
ওই কাউন্সিলের নির্দেশনায় বলা হয়, সাংস্কৃতিক কেন্দ্রগুলো ‘জুরুরি সম্মেলন ও প্রদর্শনীর’ আয়োজন করতে পারবে।এতে আরো বলা হয়, হোটেল, রেস্তোরাঁ, শপিং মল ও সুপারমার্কেটগুলো পুরোপুরি
খোলা রাখা যাবে।
ফের খুলে দেয়া এসব স্থানে দর্শকদের মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।
করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে গত জানুয়ারি মাসের শেষের দিকে চীনের ৭০ হাজার সিনেমা হলের সবগুলো বন্ধ করে দেয়া হয়। এতে দেশটির চলচ্চিত্র ও বিনোদন শিল্প চরম সংকটের মুখে পড়ে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code