বিক্ষোভে গ্রেফতার মেয়ে চিয়ারা, নিজেকে গর্বিত পিতা বললেন নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও

প্রকাশিত: ৫:৩২ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২০

বিক্ষোভে গ্রেফতার মেয়ে চিয়ারা, নিজেকে গর্বিত পিতা বললেন নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও

নিউইয়র্ক (মার্কিন যুক্তরাষ্ট্র), ০৪ জুন ২০২০ : কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের ঘাতক পুলিশ সদস্যের বিচার ও বর্ণবাদী বৈষম্যের অবসানের দাবিতে টানা ষষ্ঠদিনের মতো বিক্ষোভের আগুনে জ্বলছে যুক্তরাষ্ট্র। এই বিক্ষোভে অংশগ্রহণ করায় দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিউইয়র্ক শহরের মেয়র বিল দে ব্লাসিওর কন্যা চিয়ারাকে গ্রেফতার করেছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে এসে মেয়ের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন মেয়র বিল দে ব্লাসিও। গত রাতে ফ্লয়েড বিক্ষোভে অংশ নিয়ে গ্রেফতার হওয়ায় মেয়ের জন্য নিজেকে গর্বিত পিতা মনে করেন বলে জানিয়েছেন নিউইয়র্কের মেয়র।
২৫ বছর বয়সী মে চিয়ারার কথা বলতে গিয়ে মেয়র বিল ব্লাসিও বলেন, সে এই পৃথিবীতে শুধু ভালো কাজগুলোই করতে চায়। মেয়ে চিয়ারার মা একজন আফ্রিকান-আমেরিকান কৃষ্ণাঙ্গ।

এ সংক্রান্ত আরও সংবাদ