সিলেট ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ, ০৮ মার্চ ২০২৩ : বর্ণাঢ্য আয়োজনে আজ ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ মার্চ ২০২৩) সকালে প্রেসক্লাব চত্বরে আনন্দ র্যালির উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। র্যালিটি নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।
পরে মন্ত্রী ক্লাব মিলনায়তনে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় ক্লাব সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কমরেড সুজিত বর্মণ, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) সভাপতি আতাউল করিম খোকন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জেলা সাধারণ সম্পাদক ডা. এইচ এ গোলন্দাজ তারা, ময়মনসিংহ বেসরকারি ক্লিনিক-ডায়াগনোস্টিক মালিক এসোসিয়েশনের সভাপতি আ. হরিশংকর দাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যগ্ম সম্পাদক অ্যাডেভোকেট শিব্বির আহমেদ লিটন, সাবেক সহকারি পুলিশ সুপার মো. শফিক উল্লাহ, ময়মনসিংহ প্রেস ক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন ও ইমামউদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক অমিত রায়, সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
এরপর রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, উপজেলা পর্যায়ের প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এছাড়াও বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে ‘বর্তমান সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক।
ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন- সাংবাদিক নেতা ও টিভি টুডের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, বিএফইজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামালসহ অন্যরা।
সেমিনারে জেলা সদর ছাড়াও উপজেলার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D