শ্রীমঙ্গলের এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করলো যুক্তরাজ্য প্রবাসী দেলওয়ার হোসেন

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৩

শ্রীমঙ্গলের এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করলো যুক্তরাজ্য প্রবাসী দেলওয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৮ মার্চ ২০২৩ : শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহযোগিতায় এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেছে যুক্তরাজ্য প্রবাসী দেলওয়ার হোসেন।

আজ বুধবার (৮ মার্চ ২০২৩) বিকাল ৩টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের হল রুমে আনুষ্ঠানিকভাবে এটি প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবে সহ-সভাপতি দীপংকর ভট্টাচার্য লিটন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, দৈনিক দিনকালের প্রতিনিধি রুবেল আহমেদ, প্রেসক্লাবের কার্য্যকরী সদস্য নূর মোহাম্মদ সাগর, মো.শাকির আহমেদ, প্রেসক্লাব সদস্য মো. শামীম আহমদ, প্রথম আলোর প্রতিনিধি শিমুল তরফদার, প্রধান শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমদ সিদ্দিকী, মাওলানা নোমানী, সাইফুল রহমান সোয়েব প্রমুখ।
লন্ডন প্রবাসী দেলওয়ার হোসেন জানান, এ বছর ৪টি হুইল চেয়ার ও আসন্ন রমজান মাসে ১০০ জন মানুষকে চাল/ডাল/চিনি/পেয়াজ/মাছ/মাংস বিতরণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ