স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে যুব সমাজের প্রতি আহ্বান যুবমৈত্রীর

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৩

স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে যুব সমাজের প্রতি আহ্বান যুবমৈত্রীর

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী, ১১ মার্চ ২০২৩ : সমাজের বিভিন্ন স্তরে ‘ঘাপটি’ মেরে থাকা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ঐকবদ্ধ হতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী মহানগর যুবমৈত্রী। একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও বেকারত্ব নিরসনে সরকারি সকল শূণ্য পদে সরসরি নিয়োগের বিষয়ে উদ্যোগী হতেও সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১১ মার্চ ২০২৩) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্টেশন বাজার এলাকায় যুবমৈত্রীর মহানগর কমিটির সভা থেকে এ আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি তৌহিদুর রহমান।

Manual2 Ad Code

সভায় বক্তারা বলেন, প্রকাশ্যে স্বাধীনতাবিরোধীদের তেমন বিচরণ দেখা না গেলেও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের অন্তরালে তারা সক্রিয় হচ্ছে। আগামী নির্বাচনকে ঘিরে তাদের সক্রিয়তা আরো বাড়তে পারে। সুতরাং, এখন থেকেই যুবসমাজ ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধবিরোধী শক্তির কোনো অপতৎপরতা যুবমৈত্রী প্রশ্রয় দেয়নি, দিবেও না। মুক্তিযুদ্ধের পক্ষের সমাজ গড়তে আমাদের চলমান লড়াই আরো তীব্র করতে হবে।

Manual2 Ad Code

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে তারা বলেন, ক’দিন পরেই রমজান মাস আসছে। এমন সময়ে দ্রব্যমূল্যের এ ধরনের ঊধ্বগর্তি গরীব মানুষকে করুণ অসহায়ত্বের মধ্যে ফেলতে পারে। সমাজের এক শ্রেণি খুব আয়েশে দিন কাটালেও গরীব মানুষের হাহাকার অনেকটাই দৃশ্যমান। বেকারদের কর্মসংস্থান কম। রাজশাহীতে আরো কম। এমন পরিস্থিতি নিরসনে সরকারকে অতি দ্রুত আন্তরিক উদ্যোগী হওয়া আবশ্যক।

Manual7 Ad Code

রাজশাহী মহানগর যুবমৈত্রীর সভাপতি ও সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, যুবমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি কামরুল হাসান সুমন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগরের সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ, মহানগরের সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল হক রানা, মতিহার থানা কমিটির আহ্বায়ক ইমাম হোসেন, যুগ্ন আহ্বায়ক হারুনুর রশীদ প্রমুখ। এসময় যুবমৈত্রীর মহানগরসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual2 Ad Code