সিলেট ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৩
কূটনৈতিক প্রতিবেদক | মস্কো (রাশিয়া), ২৬ মার্চ ২০২৩ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে ইউক্রেন সংঘাতের ‘সূচনাকারী ও উসকানিদাতা’ হিসেবে অভিহিত করেছেন।
সাংবাদিক ও টিভি উপস্থাপক পাভেল জারুবিনকে দেয়া এক সাক্ষাৎকারে পশ্চিমাদের ‘সংঘাতের সূচনাকারী ও উসকানিদাতা অভিহিত করে পুতিন বলেন, তারা আজ আরও লক্ষাধিক অস্ত্র-শস্ত্র, হার্ডওয়্যার এবং আরও অনেক কিছু হস্তান্তর করছে অথচ তারা ভান করছে যে এতে তাদের কোনো হাত নেই। খবর বার্তা সংস্থা তাস’র।
পুতিন বলেন, সশস্ত্র অভ্যুত্থানের সূচনা তখনই হয় যখন আমাদেরকে ক্রিমিয়ার জনগণকে রক্ষা করতে বাধ্য করা হয়েছিল এবং এইভাবেই আমরা ডনবাসকে সমর্থন দিয়ে যাই।
ইউক্রেনের সাবেক নেতৃত্বও কিছু ভুলের জন্য দায়ী উল্লেখ করে পুতিন বলেন, তবে তা ইউক্রেনের অভ্যন্তরীণ ব্যাপার।
পশ্চিমারা কিয়েভ সরকারকে অস্ত্র সরবরাহ করে সমস্ত সীমারেখা অতিক্রম করছে বলে মত দেন পুতিন। ২০১৪ সালের প্রথম থেকেই অভ্যুত্থানকে সহায়তা করে তারা সীমা অতিক্রম করেছিল বলেও উল্লেখ করেন তিনি।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D