মুহসীন মোসাদ্দেকের গল্পরূপে প্রিয় কবিতা

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩

মুহসীন মোসাদ্দেকের গল্পরূপে প্রিয় কবিতা

Manual8 Ad Code

বুক রিভিউ প্রতিবেদক | ঢাকা, ০৮ নভেম্বর ২০২৩ : কবিতার গল্প সংকলন: গল্পরূপে প্রিয় কবিতা। সম্পাদনা: মুহসীন মোসাদ্দেক।

Manual6 Ad Code

কবিতাকে উপজীব্য করে নির্মিত ১২টি গল্পের একটি সংকলন। ১২ জন লেখক পছন্দের ১২টি কবিতাকে অবলম্বন করে লিখেছেন ১২টি গল্প।

Manual7 Ad Code

আর জনপ্রিয় কথাসাহিত্যিক সুমন্ত আসলাম লিখেছেন একটি অনুভূতি-গদ্য।

Manual7 Ad Code

বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন।
বইটির মুদ্রিত মূল্য ৩২০ টাকা।
২৫% ছাড়ে বইটি পাওয়া যাবে অনুপ্রাণন প্রকাশনের কাঁটাবনস্থ বিক্রয়কেন্দ্রে।

Manual2 Ad Code

আর ঘরে বসে ২৫% ছাড়ে বইটি পেতে চাইলে অর্ডার করুন অনুপ্রাণন প্রকাশনের ফেসবুক পেজে মেসেঞ্জারের মাধ্যমে
অথবা অনুপ্রাণনের ওয়েবসাইটের এই লিংক থেকে- https://anupranon.com/product/গল্পরূপে-প্রিয়-কবিতা-সম্/
অনুপ্রাণনের বই প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের ঠিকানা:
৬৩-৬৪ কনকর্ড এম্পোরিয়াম কমপ্লেক্স, কাঁটাবন, ঢাকা।

অনুপ্রাণন প্রকাশনের ফেসবুক পেইজের লিংক: https://www.facebook.com/AnupranonProkashon/
অনুপ্রাণন প্রকাশনের সাথে যোগাযোগ করার ফোন নম্বর:
০১৭৬৬৬৮৪৪৩৬ (হোয়াটসঅ্যাপ) এবং ০১৯১৯৫২০৪৭৩।
অনুপ্রাণন প্রকাশনের ব্যক্তিগত বিকাশ একাউন্ট নম্বর:
০১৬১৯৮০৯২৩৫ এবং ০১৭১১৫৯২৮৯১।

এ সংক্রান্ত আরও সংবাদ