কাইয়ুম ভাই মার্কসবাদটাই ভালো বোঝেন না!

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৫

কাইয়ুম ভাই মার্কসবাদটাই ভালো বোঝেন না!

Manual5 Ad Code

আরিফুজ্জামান তুহিন |

কার্ল মার্কসের কোনো তত্ত্ব “ডায়ালেক্টেস অব সেক্স” নামে নেই। এই শিরোনামটি আসলে শুলামিথ ফায়ারস্টোন-এর একটি বইয়ের নাম, যেটি ১৯৭০ সালে প্রকাশিত হয়েছিল। বইটির পূর্ণ নাম হলো The Dialectic of Sex: The Case for Feminist Revolution . এই তত্ত্বের মূল কথা হলো নারীর দাসত্বের মূল কারণ প্রজনন।

Manual8 Ad Code

হাসনাত কাইয়ুম কোনদিন এই বই পড়েনি এটা নিশ্চিত। যদি সে পড়ত তাহলে জীবনেও এরকম হাস্যকর পোস্ট দিতো না। এখন বলবেন, হাসনাততো এই বইয়ের বিষয় বলেনি, সে আসলে সেক্সের ডায়ালেক্টিএক্স বুঝিয়েছেন। হাসনাত কাইয়ুমের ধারণা তিনি ছাড়া আর কেউ এ দেশে আইন কানুন কেমনে জনগনের ওপর চেপে বসে তাকে শোষণ করে সেটা বোঝেনি।

Manual4 Ad Code

হাসনাত কাইয়ুমের এই ধারণা এতো সরলীকরণ ও হাস্যকর। আমি এমন অনেককে চিনি যারা ওনার থেকে বয়সে ছোট কিন্তু তারা এ বিষয়ে খুব ভালো বোঝেন, এমন কী কাইয়ুম ভাইর চেয়ে ভালো বোঝেন। বরং আমার কাছে উল্টো মনে হয়েছে যে কাইয়ুম ভাই মার্কসবাদটাই ভালো বোঝেন না। যদি বুঝতেন তাহলে তিনি কথা বলতেন শ্রমিকের বিষয়, কৃষকের বিষয়। হাসনাত কাইয়ুমের রাষ্ট্র সংস্কার আন্দোলন মোটাদাগে কত সাত আট বছর কোনো শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন গড়ে তোলেনি, আগামিতেও তুলবেন না। এর মানে কাইয়ুম ভাই মার্কসবাদের বেসিক যেটা সেটা হলো শ্রেণি সংগ্রাম ও শ্রমিকশ্রেণির নেতৃত্বের বিষয়টি বোঝেন না।

বামপন্থী রাজনীতির চর্চা না করে, বামপন্থীদের এই ভুলভাল সমালোচনাকে আপনারা কীভাবে দেখেন?

#
আরিফুজ্জামান তুহিন
লেখক ও সাংবাদিক

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code