কনস্ট্রাকশন কেমিক্যালস ডিস্ট্রিবিউটর ব্যবসা করতে পারেন আপনিও!

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৫

কনস্ট্রাকশন কেমিক্যালস ডিস্ট্রিবিউটর ব্যবসা করতে পারেন আপনিও!

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৬ জুলাই ২০২৫ : কনস্ট্রাকশন কেমিক্যালস ডিস্ট্রিবিউটর ব্যবসায় সফল হতে চান?

আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট কনস্ট্রাকশন ফার্ম চালান অথবা বড় কনস্ট্রাকশন প্রজেক্টে কাজ করেন—তাহলে এই সুযোগ আপনার জন্য।

বাংলাদেশের কনস্ট্রাকশন কেমিক্যাল ইন্ডাস্ট্রির অন্যতম পথিকৃৎ Fountech

Manual2 Ad Code

২০০৬ সাল থেকে বিগত ১৭ বছর যাবৎ আমরা সফলতার সাথে অভিজ্ঞ ইন্জিনিয়ার এবং দক্ষ এপ্লিকেটর টিম নিয়ে সারা দেশে সফলভাবে সার্ভিস দিয়ে আসছি।

এবার আমরা খুঁজছি দেশের প্রতিটি জেলা শহরে একজন করে অথরাইজড কনস্ট্রাকশন ডিস্ট্রিবিউটর।

তবে, এই সেক্টরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক অ্যাপ্লিকেশন জ্ঞানের ঘাটতি।

শুধু প্রোডাক্ট সম্পর্কে  জ্ঞান থাকায় যথেষ্ট নয় —প্রয়োজন সঠিক প্রয়োগ কৌশল।

Manual1 Ad Code

ঠিক কোথায়, কোন প্রোডাক্ট, কীভাবে ব্যবহার করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে—এটা জানাই টেকসই নির্মাণের মূল চাবিকাঠি।

Manual8 Ad Code

এ কারণেই এবার আমরা আয়োজন করছি ৩ দিনব্যাপী একটি এক্সক্লুসিভ ট্রেনিং সেশন, যেখানে অংশগ্রহণকারীরা পাবে বাস্তবভিত্তিক জ্ঞান ও প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন টিপস।

আমাদের লক্ষ্য: দেশের প্রতিটি জেলা সদরে একজন দক্ষ ও প্রতিশ্রুতিবদ্ধ ডিস্ট্রিবিউটর/চ্যানেল পার্টনার নির্বাচন করা, যিনি Fountech-এর সঙ্গে কাজ করবেন বিশ্বমানের প্রোডাক্ট ও টেকনিক্যাল সাপোর্ট নিয়ে।

ট্রেনিং শেষে আপনি পাবেন—
✔ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন রাইট
✔ টেকনিক্যাল সাপোর্ট
✔ বিশ্বমানের পণ্য
✔ আকর্ষণীয় প্রফিট মার্জিন

প্রতিটি জেলা শহর থেকে শুধু একজনকেই সুযোগ দেওয়া হবে।

তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন
+880 1888-818474, +8801844-652587

Manual2 Ad Code

House – 115 (Level-6), Flat-6B, Al Nannu Tower, North Kalshi, Shagufta New Road, Mirpur DOHS, Dhaka-1216.

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code