কমরেড ফিদেল কাস্ত্রো যা করে গেলেন

প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

কমরেড ফিদেল কাস্ত্রো যা করে গেলেন

Manual8 Ad Code

প্রতিবেদক | হাভানা (কিউবা), ০৩ জুলাই ২০২৫ : কমরেড ফিদেল কাস্ত্রো যা করে গেলেন,….

Manual4 Ad Code

প্রতিটি কিউবার নাগরিকের এক মাসের রেশন-
১০ কেজি চাল
৬ কেজি সাদা চিনি
২ কেজি লাল চিনি
২৫০ মিলি রান্নার তেল
১২-টি ডিম
১-প্যাকেট কফি
৬-কেজি মাংস

এছাড়া-
প্রতিদিন একটি করে বড় রুটি
প্রতি তিন মাসে এক ব্যাগ লবণ

Manual7 Ad Code

এর বাইরে-
গর্ভবতী মহিলা এবং ৭ বছর বয়সের নিচের শিশুদের জন্য প্রতিদিন এক বোতল দুধ। অসুস্থ রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুষ্টিকর খাদ্য বরাদ্দ করা হয়।
এটা দেশের প্রতিটা নাগরিককে প্রদান করা হয়। ধনী-গরীব, বড়লোক- ছোটলোক, নেতা-চামচা সবাইকে। এর বাইরে আমাদের মত নরমাল বাজারঘাট তো আছেই। যে যার মত জিনিষপত্র কিনছে নিজের সামর্থ্য অনুযায়ী। তবে এই রেশন সবার জন্য।

Manual2 Ad Code

গোটা মাসের রেশনের জন্য নাগরিককে দিতে হয় কত টাকা জানেন? বিশ্বাস করতে পারবেন না শুনলে- মাসে দুই ডলারেও কিছু কম।!!! অর্থাৎ যদি আপনি কিউবার নাগরিক হন তাহলে- প্রতি মাসে খেয়ে-পরে থাকার জন্য আপনাকে কিউবায় খরচ করতে হয় মাত্র ১৫০ টাকা। হ্যা… এটা এক মাসের খরচ।
কিউবায় মানুষ না খেয়ে মারা যায় না বিপ্লবের পর থেকে…
কিউবার মানুষ চিকিৎসার অভাবে মারা যায় না বিপ্লবের পর থেকে…
একজন মানুষ হিসেবে ফিদেলের আর কি কিছু পাওয়ার বাকি আছে?
(তথ্যগুলি যাচাই করে নেবেন)
#
( সংগৃহীত)

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code