পরিবেশ বান্ধব সোনালী আঁশের উন্নতমানের পাটের ব্যাগ!

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৫

পরিবেশ বান্ধব সোনালী আঁশের উন্নতমানের পাটের ব্যাগ!

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৫ আগস্ট ২০২৫ : আপনার যে কোনো প্রোগ্রামের গিফট বা সুভ্যেনিয়র প্রদানের জন্য বাছাইকৃত সোনালী আঁশ থেকে উৎপাদিত উন্নতমানের সুতা থেকে তৈরী ‘জুট এলিগেন্স’-এর পরিবেশ বান্ধব সোনালী আঁশের উন্নতমানের পাটের ব্যাগ হোক আপনার একমাত্র মাধ্যম।

Manual4 Ad Code

কনভোকেশন, ওরিয়েন্টেশন, রিইউনিয়ন, অ্যালামনাই প্রোগ্রাম, ব্যাচ প্রোগ্রাম, র‍্যাগ ডে, বিজনেস মিটিং, সেলস মিটিং, ডিলার মিটিং, প্রোডাক্ট প্রোমোশন, মার্কেটিং, গিফট আইটেম প্রদান বা যেকোনো বিশেষ অনুষ্ঠানে ‘জুট এলিগেন্স’-এর তৈরি পাটের ব্যাগ হতে পারে আপনার ব্র্যান্ডের পরিচয় আর স্মৃতির বাহক। পরিবেশবান্ধব, টেকসই এবং স্টাইলিশ এই জুট ব্যাগগুলো শুধু আপনার অতিথিদের উপহারই নয়, বরং পরিবেশের প্রতি আপনার যত্নের প্রতীকও।

Jute Elegance-এর প্রতিটি পণ্য যথাযথ গুণগত মান বজায় রেখে তৈরি করা হয় এবং দক্ষতার সাথে কোয়ালিটি চেক করে গ্রাহকের হাতে পৌছানো হয়।

Manual5 Ad Code

Jute Elegance-এর কাছে যা যা পাচ্ছেনঃ
১। পাটের প্রোমোশনাল শপিং ব্যাগ
২। পাটের গিফট ব্যাগ
৩। টোট ব্যাগ
৪। পাটের অফিস/কনফারেন্স/কনভেনর ব্যাগ
৫। পাটের পেন হোল্ডার
৬। পাটের নোটবুক কভার
৭। পাটের ফাইল ফোল্ডার
৮। পাটের গিফট বক্স
৯। পাটের টিস্যু বক্স
১০। পাটের চা পাতা ব্যাগ

এছাড়াও আপনার চাহিদা অনুযায়ী পাটের যে কোনো ডাইভারসিফায়েড প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন Jute Elegance-এর নিকট থেকে।

মিনিমাম অর্ডার কোয়ান্টিটিঃ ১০০ পিস।

Manual8 Ad Code

আপনার অর্ডারের জন্য যোগাযোগ করুন Jute Elegance-এর সাথে (ফোন, মেসেজ, হোয়াটসঅ্যাপ): 01677-979162, 01749-810624

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code