স্বপ্ন দেখুন বড় কিছু করার

প্রকাশিত: ৪:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫

স্বপ্ন দেখুন বড় কিছু করার

Manual5 Ad Code

নুসরাত সুলতানা রেখা |

✍️ বারে বারে এই জনম তো, ফিরে আসবে না আর,
মানব জীবনে কর্মই হলো সার্থকতার দ্বার।

সুখী থাকুন নিজের তরে, হাসুন প্রাণভরে,
অভিশাপের বোঝা যেন না হয় জীবনের ঘরে।

গতকাল তো হারিয়েছে, আগামীকাল আসেনি,
আজকের দিনে স্বপ্ন বোনা, এ-ই সত্য বাসেনি।

“কিছু করতে চাই”- ভুলে যান, আশা ফুরিয়ে যাবে,
“কিছু করতে হবে”- চাপ নয়, দৃঢ়তা সেথা পাবে।

লক্ষ্য স্থির করুন আগে, আনলক করুন প্রতিভা,
“আমার পক্ষে নয়”— ভাবনাটা দূরে করুন সবে সবার।

Manual4 Ad Code

ব্যর্থতার ভয়কে পাথরের মতো মাটিচাপা দিন,
পরিশ্রমে রাঙিয়ে তুলুন কর্মময় দিনরাত তিন।

আমারও তো এক স্বপ্ন আছে, বড় গভীর মনে,
বৃদ্ধদের মুখে হাসি ফুটুক, থাকুক আশ্রয়ে ক্ষণে।

Manual4 Ad Code

চাকরি আর উদ্যোগ মিলে জমাবো অল্প টাকা,
শুরু করবো সহযোগিতা— হবে আশার দিশা।

Manual2 Ad Code

তারপর গড়ে তুলবো আমি, ছোট্ট আশ্রমখানা,
অসহায় বৃদ্ধেরা যেন পায় শান্তির ঠিকানা।

শিশুদের পোশাকে স্বপ্ন দেখি, উদ্যোক্তার আশা,
কঠোর পরিশ্রমে গড়ে তুলবো পরিচয়ের ভাষা।

স্বপ্ন যদি হয় আকাশছোঁয়া, ছুঁবো পাহাড়-চূড়া,
অটল থাকি কর্মপথে— সফলতা হবে সুরা।

Manual6 Ad Code

নরসিংদী, মনোহরদীর মেয়ে।

#
প্রকৌশলী নুসরাত সুলতানা রেখা
বিএসসি ইঞ্জিনিয়ার (ট্রিপল ই)
Admin & Customer Relation Officer
NICCA CHEMICAL CO.,LTD.
Dhaka Liaison Office
Suvastu Suraiya Trade Center 3A (3rd Floor),
57 Kamal Ataturk Avenue, Block-B
Banani, Dhaka-1213, BANGLADESH
Tel: +88-02-55033391
E-mail: nusrat.rakha.niccabd@gmail.com
Cell: +88-01918946446, +88-01319791185
স্বত্বাধিকারীঃ Beticrome Avenue- ব্যতিক্রম এভিনিউ

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code