ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ে শ্রীমঙ্গলে বিএনপির কর্মীসভা

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫

ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ে শ্রীমঙ্গলে বিএনপির কর্মীসভা

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২১ অক্টোবর ২০২৫ : আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ে শ্রীমঙ্গল পৌর এলাকার ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) রাত ৮টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির কর্মী মিন্টু আহমেদ। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন।

Manual4 Ad Code

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

এসময় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলাদ হোসেন মিরাশদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, সদস্য মীর এম সালাম, মোছাব্বির আলী মুন্না, জাহিদ হোসেন, শেফাক ইসলাম (নিলু), উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী এমদাদুল হক এমদাদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান তপন, জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর রাজু, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমেদ, পৌর ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ ও শ্রমিক নেতা ফারুক আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দিতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগের নির্যাতন ও নিপীড়নের শিকার নেতাকর্মীদের কমিটিতে অগ্রাধিকার ভিত্তিতে স্থান দিতে হবে এবং আওয়ামী দোসরদের চিহ্নিত করে কমিটিতে অন্তর্ভুক্ত না করার আহ্বান জানান।

সভায় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সহিদ মিয়া, আলকাছ মিয়া, মো. সাইফুদ্দিন সাবলু, নজরুল ইসলাম, ফয়ছাল ইসলাম, জাহিদ হোসেন, টিটু দাস, টমাস আহমেদ, মিজানুর রহমান মাসুম, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কুটি আহমেদ, সাবেক পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম লিয়াকত, যুবনেতা বাবুল আহমেদ, সাবেক ছাত্রনেতা জনি আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual2 Ad Code