কোয়ালিটি সম্পন্ন ভালো পণ্য নিয়ে আমরা উদ্যেক্তারা এখানে কাজ করি

প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২০

কোয়ালিটি সম্পন্ন ভালো পণ্য নিয়ে আমরা উদ্যেক্তারা এখানে কাজ করি

Manual6 Ad Code

|| মৌসুমী দত্ত মৌ || খুলনা, ২০ নভেম্বর ২০২০ : উইতে জয়েন্ট করার পর থেকে বেশির ভাগ কেনাকাটা সব উই থেকে করি। কারন এখানে সবাইকে আমি অনেক বিশ্বাস করি। কোয়ালিটি সম্পন্ন ভালো পণ্য নিয়ে আমরা সকল উদ্যেক্তারা এখানে কাজ করি।তাইতো উই থেকেই পূজার শপিং করেছি।

খাদি রানী থেকে নিয়েছিলাম পাঞ্জাবীর কাপড়।আর সেই পাঞ্জাবী তৈরি করে দিয়েছে আমাদের উইয়ের Mala Nabi দিদি। দিদি অনেক সুন্দর টেইলারিং করেন।হ্যান্ডপেইন্ট ও করিয়েছি। অনেক সুন্দর হয়েছে কাজ গুলো।
আমার বরের এবং ছেলের দুই জনেরই অনেক পছন্দ হয়েছে পাঞ্জাবী দুইটা।
এবার বলি গয়নার কথা।দিদি হাতের তৈরি গয়না নিয়ে ও কাজ করেন। আমার পূজার দূর্গা গয়নাটা দিদি করে দিয়েছেন। আমার অনেক পছন্দ হয়েছে। দিদির সাথে আমার অনেক ভালো সম্পর্ক। দিদি খুব ভালো মনের মানুষ। দিদির পেজের নাম পালক। উইতে আমরা ক্রেতা এবং আমরাই বিক্রেতা।

Manual7 Ad Code

মৌসুমী দত্ত মৌ
খুলনা থেকে আছি
উদ্যেগ ?সপ্তপদী?

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ