সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১
সামিরা ইয়াসমিন মিম || মিরপুর (ঢাকা), ১৩ জানুয়ারি ২০২১ : আসসালামু আলাইকুম উইবাসী। 💔হ্যান্ডপেইন্ট করতে রং ছড়িয়ে যায়💔।
🍁অনেকেরই অভিযোগ হ্যান্ডপেইন্ট করতে রং ছড়িয়ে যায়। আমায় অনেকে এ বিষয়ে ইনবক্সও করে মাঝে মাঝে । এর জন্য অবশ্যই কিছু জিনিস দায়ী।
💦আপনি হয়তো পানি মেশান। যার পরিমাণ প্রয়োজনের তুলনায় বেশি। আর এজন্য অতিরিক্ত পানিটা কাপড়ে ছড়িয়ে যায়।
💦হ্যান্ডপেইন্ট করতে প্রথমেই আপনি হাফসিল্ক বা সিল্ক কাপড় বেছে নেন। যা আসলে ঠিক না। এগুলোতে কাজ করতে একটু অসুবিধা হবেই।
💦আপনার প্রয়োজনের তুলনায় তুলি বা ব্রাশের সাইজ বড়। যার জন্য কাঙ্ক্ষিত আর্ট পান না। রঙ ছড়িয়ে যায়।
❤কি কি করতে হবে?
💦প্রথমত আপনাকে হাফসিল্ক বা সিল্ক কাপড়ে পানি মেশানো যাবে না। গেলেও রঙের ১০ ভাগের ১ ভাগ মেশাবেন। আর কাপড়ের নিচে পেপার বা কাপড় রাখবেন।তাহলে অতিরিক্ত পানি শুষে নিবে।
💦প্রথমে সুতি কাপড়ে শুরু করুন। সুতি কাপড়ে পেইন্ট করা হাফসিল্ক বা সিল্কের তুলনায় ইজি।
💦প্রয়োজনমতো তুলি বা ব্রাশ ব্যবহার করুন।
আমি সামিরা মিরপুর থেকে হ্যান্ডপেইন্ট নিয়ে কাজ করছি।
ওনার অফ Fancy Creation-শখের সৃজন
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D