উই খুলনা মিট-আপ ১৩ ও ১৪ মার্চ

প্রকাশিত: ৪:২৬ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২১

উই খুলনা মিট-আপ ১৩ ও ১৪ মার্চ

বিশেষ প্রতিনিধি || খুলনা, ০৫ মার্চ ২০২১ : বহু প্রতীক্ষিত খুলনা জেলা উদ‍্যোক্তা মিট আপ হতে চলছে আগামী ১৩ ও ১৪ মার্চ।

দুইদিনব‍্যাপী অনুষ্ঠানের প্রথম দিন থাকবে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা ,উদ‍্যোক্তাদের মতবিনিময় ও সাংস্কৃতিক সন্ধ্যা, র‍্যাম্প শো
এবং
হ‍্যান্ডপেইন্ট ও স্থানীয় পণ্যের এক্সিবিশন।

দ্বিতীয় দিন : হ‍্যান্ডপেইন্ট ও স্থানীয় পণ্যের প্রদর্শনী, উদ‍্যোক্তাদের বাচ্চাদের খেলাধূলা, খুলনার স্থানীয় নৃত‍্য গোষ্ঠীর পরিবেশনা ও র‍্যাফেল ড্র।

স্থান : আভা সেন্টার,রুপসা,খুলনা।
সময় : সকাল ১১ থেকে সন্ধ্যা ৭ টা।
(এন্ট্রি রেসট্রিকটেড।)

রেজিষ্ট্রেশন লিংক নিচে দেওয়া হলো। আসন সীমিত ,পূরণ হলেই লিংকটা বন্ধ করে দেওয়া হবে। শুধুমাত্র ১৩ তারিখের জন‍্য রেজিষ্ট্রশন বাধ্যতামূলক। ১৪ তারিখের অনুষ্ঠান সকলের উই উদ‍্যোক্তাদের জন‍্য উন্মূক্ত।

রেজিষ্ট্রেশন লিংক নিচে দেওয়া হলো….

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc1K-AJ7x6yratuJbqr6UTsLsOfXuOTGyFedcjOa38ihl3Meg/viewform?usp=pp_url