সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২১
গোলাম ফরিদা ছন্দা || ঢাকা, ০৮ মার্চ ২০২১ : জীবনে এমন এমন ঘটনা ঘটে যায়! যা আগে কিংবা পরের কোন ভাবনা বা পাওয়া না পাওয়ার সাথে মেলানো যায় না! We আমাকে তেমনি এক অদ্ভুত অনুভূতি পাইয়ে দিয়েছে! এর আগের পোস্টে ব্যাগ তৈরী র ইতিহাস বলেছিলাম! আর বলেছিলাম শাড়ির গল্পটা পরে বলবো। কিন্তু সেই গল্পটা যে এভাবে এক অদ্ভুত অনুভূতির মায়াজালে আরও স্বপ্নময় হয়ে উঠবে তা ভাবিনি! বলছি তবে ….
আমার রূপসী নন্দিনী’ র বয়স ১৩ দিন । যেদিন থেকে কাজ শুরু করেছি সেদিনই We এর আপুদের কাছ থেকে শাড়ি কেনার অর্ডার পেয়েছি!😍 কিন্তু প্রায় সব গুলো অর্ডার ই ছিল ঢাকার বাইরের । একটি ছাড়া । কিন্তু কোন অর্ডারেই আমি শাড়ি দিতে পারিনি কারন সব সার্ভিস ই তখন বন্ধ হয়ে গেছে 😥😥! কেমন লাগে তখন!!! হাল ছাড়িনি। ধরেই নিলাম প্রতিটি অর্ডার ই ঈদের পর ঠিক পৌছে দিতে পারবো। কিন্তু আপুরা বিরক্ত হতে পারতেন, মুখ ফিরিয়ে নিতে পারতেন কিন্তু না কোনটাই তারা হলেন না আমাকে অবাক করে দিয়ে তারা ঠিক ঈদের পর সব গুলো অর্ডার কনফার্ম করলেন । আমি ভীষণ ভাবে কৃতজ্ঞ তাদের প্রত্যেকের কাছে। আরও ভালো লাগা কাজ করলো যখন দেখলাম তারা আবার We তেই শাড়ির রিভিউ পোস্ট করলেন!! সত্যিই ভালোবাসা আর উৎসাহ অনেক গুন বেড়ে গেল। আবার মনে হলো সত্যিই We are We । আমি মোট ৭ টি শাড়ি তাদের কাছে বিক্রি করেছি। 😍🤩আর পরে এরই মধ্যে কাছে দূরে মিলিয়ে আরও ১৩ টি শাড়ি !!! আর ঐযে গল্পের শুরুতেই বলেছিলাম এক অন্য অনুভূতির কথা ! সেটা কিন্তু বাকি আছে ! ! বলছি….
We এর আপুরা যে ৭টি শাড়ির অর্ডার করেছিল তার থেকে একটি কিন্তু আমার ঘরেই রয়ে গেল!!! কি করে?? অর্ডার এ টেক্সট অসলো আপু আপনার বিকাশ নাম্বার টা দিলে আমি শাড়ির দাম টা পাঠাতে চাই,আমি শাড়িটা একজনকে গিফ্ট করবো। আমি বললাম বেশ তো যাকে গিফ্ট করবেন তার ঠিকানা টা আমায় দিন ,আমি শাড়িটা পাঠিয়ে দেই,তারপর বিকাশ করবেন, লিখে বিকাশ নাম্বার টা পাঠিয়েছি। পরের দিনই আমার বিকাশে শাড়ির মূল্য পৌঁছে গেল! কি মুশকিল! ঠিকানাই এখনও পেলাম না অথচ মূল্য পেয়ে গেলাম ! কেমন হলো!! সাথে সাথে ই ফোন করলাম যে প্লিজ আমাকে ঠিকানাটা দিন । তখন সে আমায় যা বলল তাতে আমি হা 😲😲 হা তো আর বন্ধ হচ্ছে না ! সে আমায় বলল ” আমি যাকে গিফ্ট টা দিতে চাই আমি তো তার ঠিকানা জানি না, আমি শুধু জানি সে আমার প্রিয় ছন্দা আপু ! আমি নিজেকে টাপুর টুপুরের খালামনি বলেই জানি । আমি তুষার ! তুহিন আপুর ছোট বোন ।” …..মানে আমার ছোট বেলার বন্ধু তুহিন এর ছোট বোন তুষার!!!! এক মূহুর্তে মনের মধ্যে খেলে গেল কত বছরের কতো হাজারো স্মৃতি!!! আমার সেই বন্ধুটিও কোন এক অজানা কারনে হারিয়ে গেছে সেই স্কুল জীবনেই !! বড় আগ্রহ নিয়ে জানতে চাইলাম তুহিন কোথায় ? তুষারের উত্তর আসলো আর খুঁজে পাওয়া যায় নি! কথাটা শুনে মনের অজান্তেই মনের মধ্যে তুষার পাত হলো!!! ঠান্ডা হয়ে গেলাম মুহূর্তের জন্য! তুষারই আবার সেখান থেকে আমায় টেনে তুললো,বললো আপু We জন্যই আবার আপনাকে খুঁজে পেলাম!আমিও! এবার আপনারাই বলুন সেই শাড়িটি আমার কাছে কতোটা পরম পাওয়া হয়ে উঠলো! আর অনুভূতি??? পরম যত্নে লালন করবো বুকের গভীরে❤❤❤তাই বলবো প্রিয় জনকে এমনি করেই কোন উপহার দিয়ে (যা আপনার ভালোবাসা নিংড়ানো)চমকে দিন সেটা যাই হোক । আর সেই কেনার জায়গাটা উই ই হতে পারে 🤩❤
এই যে এতো কিছু ঘটে গেল ! তার কৃতিত্ব কে পাবে ? We, We এবং We ❤❤❤ কারন We এর জন্যই আমার “রূপসী নন্দিনী” নিয়ে পথ চলা আর সেই পথেই কত রকম পথিকের দেখা, পরিচয়,ভালোলাগা, ভালো বাসা ! আহা !!! কি অদ্ভুত!!!
ধন্যবাদ নাসিমা আক্তার নিশা আপুকে ধন্যবাদ রাজীব স্যার কে এই পথ প্রদর্শন করবার জন্য ।
গোলাম ফরিদা ছন্দা Golam Farida Chhonda
কাজ করছি টাঙ্গাইলের তাঁত শাড়ি নিয়ে ।
স্বত্বাধিকারী
🍂🍃🍂রূপসী নন্দিনী 🍂🍃🍂
শাড়িতে নারী
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D