পাত্তা পাচ্ছেন না অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

পাত্তা পাচ্ছেন না অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া

বিনোদন প্রতিবেদক || ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২০ : শবনম ফারিয়া। তিনি একাধারে একজন বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল। মূলত বাংলা নাটকে অভিনয় দিয়েই লাইমলাইটে আসেন। ২০১৮ সালে দেবী চলচ্চিত্র দিয়ে শুরু হয় তার বড় পর্দার পথচলা।

যে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারও ঝুলিতে পুরেছেন।
এদিকে রোববার নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। আর ছবির ক্যাপশন দেখেই বুঝা যাচ্ছে তিনি করোনা টেস্ট করিয়েছেন। আর শবনম ফারিয়া যে কোভিড-১৯ নেগেটিভ সেটা তার ক্যাপশন দেখেই বুঝা যাচ্ছে।

কেননা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পর থেকে বাসায় আর কেউ পাত্তা দিচ্ছে না। সঙ্গে মন খারাপের ইমো দিতেও ভুলেন তিনি।

১৯৯০ সালের ৬ জানুয়ারি ঢাকায় জন্ম ফারিয়ার। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। পৈতৃক নিবাস চাঁদপুরের মতলব
তার পিতা একজন ডাক্তার এবং মাতা গৃহিনী। ২০১৮ সালে এশিয়াটিক জে ডব্লিউটি’র ব্র্যান্ড ম্যানেজার হারুনুর রশীদ অপুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারিয়া।