এডভান্স গ্রাফিক্স ডিজাইন শেখার সাথে সাথেই আয় শুরু করা যায়

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১

এডভান্স গ্রাফিক্স ডিজাইন শেখার সাথে সাথেই আয় শুরু করা যায়

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি || ঢাকা, ০৫ ফেব্রুয়ারি ২০২১ :  যদি শেখার সাথে সাথেই আয় শুরু করা যায় তাহলে খারাপ কি?

যারা অনলাইনে স্কিল ডেভলপমেন্ট করার চিন্তা করছেন তারা শিখে ফেলতে পারেন গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন শিখে অনলাইন প্ল্যাটফর্ম গুলোকে  কাজে লাগিয়ে আয় করা যায় সহজেই।

Manual7 Ad Code

আপনাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে Advanced Graphic Design এর ওপর একটি অনলাইন  মাস্টারক্লাস।

অনলাইন মাস্টারক্লাসটিতে যা যা থাকছে ঃ

? অভিজ্ঞ ও দক্ষ মেন্টরের মাধ্যমে ক্লাস করার সুযোগ।

Manual4 Ad Code

        ? জানা যাবে গ্রাফিক ডিজাইনারদের সাফল্য অর্জনের বাস্তব
অভিজ্ঞতা।

        ? জানা যাবে কিভাবে ফ্রিল্যান্সার হওয়া যায়।

        ? কিভাবে নিজস্ব মার্কেট প্লেসে কাজ করা যায়।

        ? কিভাবে আইটি সেক্টরে ক্যারিয়ার গড়া যায়।

Manual2 Ad Code

জয়েন করে শিখে নিন গ্রাফিক ডিজাইন এ ক্যারিয়ার গড়ার মূলমন্ত্র।

Manual1 Ad Code

অনলাইন মাস্টারক্লাসটির সময়সূচীঃ

তারিখঃ ১৪/২/২০২১
সময়ঃ রাত ৮.০০- ১০.০০

বিস্তারিত জানতে যোগাযোগঃ ০১৮১০০০৩৮৭২,৭৫

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code