ম্রো সম্প্রদায়ের জুমের জমি ফিরিয়ে দিতে হবে: ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১

ম্রো সম্প্রদায়ের জুমের জমি ফিরিয়ে দিতে হবে: ওয়ার্কার্স পার্টি

Manual2 Ad Code

চট্টগ্রাম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ : বান্দরবান জেলার লামা উপজেলায় লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কোম্পানি ৬৫টি ম্রো পরিবারের ২০০ একর জুমের জমি দখল করেছে এবং এখন তারা উচ্ছেদ আতঙ্কে ভুগছেন। এ ঘটনায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম ও মৌলভীবাজার জেলা কমিটি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

Manual4 Ad Code

চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শরীফ চৌহান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, মুজিব বর্ষ উপলক্ষে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীনদের আবাসন ব্যবস্থা করছেন সেসময়ে বান্দরবান জেলার ম্রো সম্প্রদায়ের ৬৫টি পরিবারের জমি দখল করে তাদের উচ্ছেদের সংবাদটি আমাদের উদ্বিগ্ন করছে।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুসারে, বর্তমানে পার্বত্য চট্টগ্রামে একটি ভূমি কমিশন কাজ করছে।
ভূমি কমিশনের কাজটি শেষ হওয়ার আগে বড় প্রতিষ্ঠানগুলোকে রাবার প্লানটেশানের নামে যে ভূমি বরাদ্দ দেওয়া হয়েছে এটি পার্বত্য চট্টগ্রামের ভূমি বণ্টন বিষয়ক আইনের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক আঞ্চলিক পরিষদের সম্মতি ছাড়া জেলা প্রশাসকের এভাবে ভূমি বন্দোবস্ত বা লিজ পার্বত্য চট্টগ্রাম চুক্তির ও সুস্পষ্ট লঙ্ঘন।

Manual4 Ad Code

বান্দরবান জেলা প্রশাসকের নিকট অবিলম্বে বিষয়টি তদন্তপূর্বক আইন অনুযায়ী পরিবারগুলোকে বসতভিটা রক্ষাসহ তাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় বিবৃতিতে।

বান্দরবান জেলার লামা উপজেলায় ৬৫টি ম্রো পরিবারের বসতভিটা রক্ষাসহ তাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual4 Ad Code