চলার পথে যতো সুযোগ আসবে, ছিনিয়ে নিতে হবে

প্রকাশিত: ৪:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১

চলার পথে যতো সুযোগ আসবে, ছিনিয়ে নিতে হবে

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি || ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২১ : বিল গেটসকে এক উপস্থাপিকা জিজ্ঞেস করল, “জনাব বিল গেটস, আপনার সফলতার গোপন রহস্য কী?”

Manual2 Ad Code

বিল গেটস উত্তর দেওয়ার পরিবর্তে একটি ব্ল্যাংক চেক বই সামনে বাড়িয়ে দিয়ে বললো, আপনার যতো ইচ্ছা লিখে নেন। উপস্থাপিকা চেকটি ফিরিয়ে দিলেন এবং প্রশ্নটি আবার করলেন। বিল গেটস আবার চেকটি অফার করলেন।
উপস্থাপিকা চেকটি ফিরিয়ে দিলেন এবং প্রশ্নটি আবার করলেন। বিল গেটস উপস্থাপিকার দিকে তাকালেন এবং অবশেষে উত্তর দিলেন। সফলতার গোপন রহস্য হলো, আমি কখনো সুযোগ হাত ছাড়া করি না যেভাবে আপনি এইমাত্র করলেন। আপনার যদি এরকম মাইন্ডসেট থাকত তাহলে আপনি হয়ে যেতেন বিশ্বের সবচেয়ে বিত্তশালী উপস্থাপিকা।
চলার পথে যতো সুযোগ আসবে, ছিনিয়ে নিতে হবে। তখনই সফল হওয়া যাবে যখন সুযোগ কাজে লাগিয়ে একশনে যেতে পারবেন। উইলিয়াম আর্থার ওযার্ড বলেন, সুযোগ হল সূর্যোদয়ের মতো। বেশি অপেক্ষা করলে হাতছাড়া হয়ে যায়।

#collected

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code