ভারতে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৪ লাখের বেশি মানুষ আক্রান্তের রেকর্ড

প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, মে ১, ২০২১

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৪ লাখের বেশি মানুষ আক্রান্তের রেকর্ড

Manual1 Ad Code

নয়াদিল্লী (ভারত), ০১ মে ২০২১: ভারতে শনিবার গত ২৪ ঘণ্টায় এই প্রথমবারের মতো নতুন করে ৪ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এক দিনের হিসাবে দেশটিতে এটি একটি নতুন বিশ্ব রেকর্ড। খবর এএফপি’র।ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে মোট ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৯১ লাখে দাঁড়ালো।

Manual7 Ad Code

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ উপাত্ত অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৫২৩ জন করোনায় প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ১১ হাজার ৮৫৩ জনে দাঁড়ালো।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, করোনাভাইরাসের পর্যাপ্ত পরীক্ষা না হওয়ায় এবং সঠিকভাবে মৃত্যুর কারণ রেকর্ডভূক্ত না করায় কোভিড-১৯ রোগে আক্রান্তের ও মৃত্যুর প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না। প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃতের যে হিসাব দেয়া হচ্ছে, প্রকৃত সংখ্যা এর অনেক বেশি বলে তারা মনে করছেন।
প্রতিদিনের হিসাব অনুযায়ী কেবলমাত্র এপ্রিল মাসে ভারতে প্রায় ৭০ লাখ মানুষ নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual2 Ad Code