আলোকেরই ঝর্ণাধারা (সাত)

প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২১

আলোকেরই ঝর্ণাধারা (সাত)

Manual1 Ad Code

।।|| হোসেন শহীদ মুফতি ||।। ফটিকছড়ি (চট্টগ্রাম), ১১ জুন ২০২১ : ফটিকছড়িতে গ্রামে-গ্রামে ছড়িয়ে পড়ছে ফটিকছড়ি আনন্দশৈলী গণ পাঠাগার এর বই পড়া আন্দোলন।।

এখন উত্তর ধর্মপুর আমতলীতে ……………………
অতিমারী কোভিড-১৯ কারণে সংক্ষিপ্ত পরিসরে আনন্দশৈলী গণপাঠাগার এর “বই যাবে আপনার ঘরে কার্যক্রম” ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নে অনানুষ্ঠানিকভাবে শুভ সূচনা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে ৭টি কেন্দ্রের কার্যক্রম উদ্বোধনের পর গত ৮ জুন অনুষ্ঠিত হল উত্তর ধর্মপুর’র আমতলী ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আলোর পথে কেন্দ্রের কার্যক্রম (ধর্মপুর কেন্দ্র-২)। উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক ও সমাজ সংগঠক জনাব বেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও লায়লা কবির ডিগ্রী কলেজের মেধাবী শিক্ষার্থী মোঃ জোনায়েদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীন সিনিয়র শিক্ষক জনাব ফরিদুল ইসলাম, ফটিকছড়ি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম, জাহানপুর কেন্দ্রের সমন্বয়কারী শিক্ষক ও নিবেদিত সংগঠক জনাব কাজী বেলাল উদ্দিন, রোসাংগিরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব মহসিন কায়সার,আজিমনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আবদুল লতিফ নয়ন, বিশিষ্ট পাঠাগার সংগঠক জনাব আমান উল্লাহ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলোর পথের সংগঠক ইমরুল হাসান মুন্নাসহ সদস্যবৃন্দ।

Manual3 Ad Code

আলোর পথের আলোকিত যাত্রীদের সাথে আমিও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুবই প্রাণিত ও আনন্দিত বোধ করছি।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আলোর পথের সদস্যদের ।

Manual5 Ad Code

ভাল মানুষের আলোর মিছিলে যুক্ত হোন

আসুন আলো ছড়াই।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code