মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে মৌলভীবাজারে রেড ব্রিগেড গঠনের সিদ্ধান্ত ওয়ার্কার্স পার্টির

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২১

মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে মৌলভীবাজারে রেড ব্রিগেড গঠনের সিদ্ধান্ত ওয়ার্কার্স পার্টির

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ২৭ জুলাই ২০২১ : করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে ও লকডাউনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মৌলভীবাজারে রেড ব্রিগেড গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

মমঙ্গলবার (২৭ জুলাই ২০২১) রাত সাড়ে ৯টায় পার্টির মৌলভীবাজার জেলা কমিটির এক ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক কমরেড তাপস ঘোষ।
বক্তব্য দেন পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সৈয়দ অামিরুজ্জামান, সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড অাফরোজ অালী ও কমরেড জামাল মুশরাফিয়া প্রমূখ।
করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে ও লকডাউনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মৌলভীবাজারে রেড ব্রিগেড গঠনের পাশাপাশি সভায় অারও বলা হয়, ব্রিগেডের উদ্যোগে হটলাইন, ডাক্তারের পরামর্শ, জরুরি অক্সিজেন সেবা, এম্বুলেন্স সেবা, খাদ্য সহায়তা, ভ্যাক্সিন নিবন্ধন, কাউন্সিলিং সেবা প্রদান করা হবে।

Manual2 Ad Code

রেড ব্রিগেডের হটলাইন নাম্বার: ০১৭১৬৫৯৯৫৮৯, ০১৭১৯২৩২০১২।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ