খাসিয়াদের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন পানগাছ কেটে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবী

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২১

খাসিয়াদের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন পানগাছ কেটে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবী

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ২৮ অাগস্ট ২০২১ : সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের বেলুয়ার খাসিপঞ্জিতে খাসি সম্প্রদায়ের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন পানগাছ কেটে ফেলার ঘটনায় উদ্বেগ প্রকাশ, ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবী করেছেন। খাসি সম্প্রদায়ের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন পানগাছ কেটে ফেলার ঘটনায় উদ্বেগ প্রকাশসহ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবী করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

Manual8 Ad Code

উল্লেখ্য, ২৬ আগস্ট ২১, বুধবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের বেলুয়ার খাসিপঞ্জিতে খাসি সম্প্রদায়ের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন পানগাছ কেটে ফেলা হয়েছে । ২৫ একর জমির পানজুমের ২৮০০ পানগাছ হারিয়ে এখন নিস্ব পাঁচটি খাসি পরিবার। সামাজিক বনায়নের নামে কথিত উপকারভোগীরা এ ঘটনা ঘটিয়েছে বলে খাসিদের অভিযোগ। এতে তাদের ১৮ লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে।
ওই ঘটনায় বেলুয়া পুঞ্জির হেডম্যান হেনরী তালাং আটজনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। এই আসামিরা সবক’টি টিলার পানজুমের ভূমি সামাজিক বনায়নের দাবি করে দখলের চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে তাদের বিরুদ্ধে কথা বললে খাসিদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাদের হুমকীতে পুঞ্জিবাসীরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
বংশপরম্পায় পান চাষ করে খাসি জনগোষ্ঠী জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু সামাজিক বনায়নের নামে পানজুম ধ্বংস করে খাসি জনগোষ্ঠীকে উচ্ছেদের অপচেষ্ঠায় চালাচ্ছে একটি মহল। এর আগেও কুলাউড়ার বিভিন্ন পুঞ্জিতে এমনভাবে পানগাছ কেটে খাসিদের জীবিকায় আঘাত হানা হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ঠ তদন্ত, ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা ও উপযুক্ত ক্ষতিপূরণ, অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবী করেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ