সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২১
বিশেষ প্রতিনিধি | হবিগঞ্জ, ৩১ অাগস্ট ২০২১ : আামাদের অারেক অভিভাবক, অামার শ্রদ্ধেয় ফুফাতো ভাই ও চাচাতো বোনের জামাই (দুলাভাই), সুলতানশী হাবেলীর গদীনশীন পীর সৈয়দ গোলাম নবী হুসাইনী চিশতী (দুলাল মিয়া সাহেব) করোনায় অাক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বৎসর বয়সে সোমবার (৩০ অাগস্ট ২০২১) দিবাগত রাত ১২.০১ মিনিটে আামাদের ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সুলতানশী হাবেলীতে যুগে যুগে বহু ওলি বুজুর্গ পীরে কামেলগণ জন্মগ্রহণ করে অাহলে বায়েত অার দ্বীনের খেদমত করে গেছেন। তাদের বংশেরই পীরে কামেল সৈয়দ গোলাম হায়দার হূসাইনী চিশতী (রহঃ) ওরফে দুধু মিয়া সাহেবের সুযোগ্য জ্যৈষ্ঠ পুত্র দরবার-এ-হায়দার এর গদীনশীন পীর সৈয়দ গোলাম নবী হুসাইনী চিশতী (দুলাল মিয়া সাহেব)। মাতা লষ্করপুর হাবেলীর কথাসাহিত্যিক ও কবি সৈয়দ আব্দুল মুতাকাববীর আবুল হোসেন (রঃ) এর কন্যা সৈয়দা খায়রুননেছা আক্তার।
হজরত সৈয়দ নাসিরুদ্দিন সিপাহসালার (রহঃ)-এর পঞ্চম অধস্থন সুলতানশী হাবেলীর প্রতিষ্ঠাতা মধ্যযুগের মহাকবি সৈয়দ সুলতান (রহঃ) থেকে সৈয়দ গোলাম নবী হোসাইনী (দুলাল মিয়া) সাহেবের পিতা সৈয়দ গোলাম হায়দার (দুধুমিয়া রহঃ) সাহেব পর্যন্ত বংশক্রম নিম্নরূপঃ
সৈয়দ সুলতান > সৈয়দ জিক্রিয়া> সৈয়দ ফাত্তাহ> সৈয়দ নাসির> সৈয়দ আছির> সৈয়দ নাজির> সৈয়দ সাবের> সৈয়দ আব্দুর রহীম হোসাইনী> সৈয়দ আব্দুন নুর হোসাইনী> সৈয়দ গোলাম হায়দার।
গদীনশীন পীর সৈয়দ গোলাম নবী হুসাইনী চিশতী (দুলাল মিয়া সাহেব) ১৩৫৪ বাংলার ৬ ভাদ্র সোমবার জন্মগ্রহণ করেন। শৈশব হতেই তিনি শান্তশিষ্ট, বিনয়ী, নম্র, মিষ্টভাষী, স্বল্পভাষী ও সত্যনিষ্ঠ ছিলেন।
বাল্যজীবন হতেই তিনি নামাজ রোজায় পাবন্দ এবং শরীয়তের বিধি-বিধান পালনে সচেষ্ট। তার অনুসারী ও ভক্তবৃন্দকে শরীয়ত মোতাবেক পথ চলতে এবং হুক্কুল ইবাদত পালনার্থে কঠোর নির্দেশ দিতেন।
তিনি ১৯৭০ সালে হবিগঞ্জ বৃন্দাবন মহাবিদ্যালয় হতে বি.কম পাশের পর পিতার আদেশ পালনার্থে তরীকতের কাজে সচেষ্ট হন। তার নিজের রচিত বিভিন্ন সঙ্গীত ও কাসিদার মাধ্যমে তিনি ভক্তদের মরমে আল্লাহ্র মারেফাত ও পাকপাঞ্জাতনের শান ফুটিয়ে তুলেন।
তিনি বেশ কয়েকটি পুস্তক রচনা ও সম্পাদনা করেছেন, বর্তমানেও তাঁর দুটি গ্রন্থ প্রকাশিতব্য। আর প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছেঃ (১) তত্ব সঙ্গীত, প্রকাশনা ১০/৪/৮০ইং, (২) মুখকুল ইবাদত ফাযায়েলে দুরুদ, প্রকাশনা-১৯৯৪ইংন, এবং (৩) পঞ্চতারা জবেহ আজিম-ইমাম হুসাইন (আঃ)।
পারিবারিক জীবনে সৈয়দ গোলাম নবী হুসাইনী চিশতী (দুলাল মিয়া সাহেব) ৪ সন্তানের জনক।
তাঁর সন্তানগণ হচ্ছেনঃ সৈয়দা হাবিবা বেগম দিবা, সৈয়দা মাহবুবা বেগম শুভা, সৈয়দ গোলাম হাসনাইন উজ্বল এবং সৈয়দ গোলাম সারুয়ার রুবেল।
ওয়ার্কার্স পার্টির শোক
সুলতানশী হাবেলীর গদীনশীন পীর সৈয়দ গোলাম নবী হুসাইনী চিশতী (দুলাল মিয়া সাহেব)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেনের শোক
সুলতানশী হাবেলীর গদীনশীন পীর সৈয়দ গোলাম নবী হুসাইনী চিশতী (দুলাল মিয়া সাহেব)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি, বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন।
সৈয়দ অামিরুজ্জামানের শোক প্রকাশ
সুলতানশী হাবেলীর গদীনশীন পীর সৈয়দ গোলাম নবী হুসাইনী চিশতী (দুলাল মিয়া সাহেব)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান। তাঁর মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক তাপস ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বোনার্জি, বাংলাদেশ নারী মুক্তি সংসদের সৈয়দা তাহমিনা বেগম ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর মৌলভীবাজার জেলা যুগ্ম অাহবায়ক অন্তরা ঘোষ।
সুপ্রিমকোর্টের বেঞ্চ অফিসার সৈয়দ অাক্রামুজ্জামান নাদিমের শোক
সুলতানশী হাবেলীর গদীনশীন পীর সৈয়দ গোলাম নবী হুসাইনী চিশতী (দুলাল মিয়া সাহেব)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে কর্মরত বেঞ্চ অফিসার সৈয়দ অাক্রামুজ্জামান নাদিম।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D