ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট কমরেড ভো ভ্যান থুওং

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৩

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট কমরেড ভো ভ্যান থুওং

বিশেষ প্রতিবেদক | হ্যানয় (ভিয়েতনাম), ০২ মার্চ ২০২৩ : ভিয়েতনামে জাতীয় পরিষদের সদস্যদের ভোটে কমরেড ভো ভ্যান থুওং বৃহস্পতিবার (২ মার্চ ২০২৩) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
প্রেসিডেন্ট পদের জন্যে কমরেড ভো ভ্যান থুওং (৫২) ছিলেন একমাত্র প্রার্থী। তিনি ৪৮৮ ভোটের মধ্যে ৪৮৭টি ভোট পান। তার মেয়াদকাল হবে ২০২৬ সাল পর্যন্ত।
নির্বাচিত হয়ে কমরেড ভো ভ্যান দুর্নীতি দমনের অঙ্গীকার করেন। যদিও তার পূর্বসুরি প্রেসিডেন্ট কমরেড নগুয়ান জুয়ান ফুক এ অভিযান পরিচালনা করতে গিয়ে জানুয়ারিতে পদত্যাগে বাধ্য হয়েছিলেন।
প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিবৃতিতে কমরেড ভো ভ্যান বলেছেন, তিনি দুর্নীতি ও নেতিবাচক প্রচারণায় দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন।
উল্লেখ্য, কমরেড ভো ভ্যান থুওং পলিটব্যুরোর ১৬ সদস্যের একজন। তাঁকে দলীয় সেক্রেটারি জেনারেল নগুয়েন ফু ত্রংয়ের ঘনিষ্ঠ হিসেবে মনে করা হয়। ত্রং দলের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব এবং তাঁকেও দেশের সবচেয়ে প্রভাবশালী নেতৃত্ব মনে করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ