শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য জাসদের বেগম আফরোজা হক

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৩

শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য জাসদের বেগম আফরোজা হক

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৯ মার্চ ২০২৩ : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা আসন-৫০) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাসদ নেত্রী আফরোজা হককে জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে শপথ বাক্য পাঠ করিয়েছেন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সহ-সভাপতি ও জাতীয় নারী জোটের আহবায়ক।

Manual8 Ad Code

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সাধারণ সম্পাদক শিরীন আক্তার এমপি এবং ওয়াসিকা আয়শা খান এমপি উপস্থিত ছিলেন।
শপথ শেষে রীতি অনুযায়ী আফরোজা হক শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময়ে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual2 Ad Code