মৌলভীবাজারে নতুন ডিসি ড. ঊর্মি বিনতে সালাম

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩

মৌলভীবাজারে নতুন ডিসি ড. ঊর্মি বিনতে সালাম

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ : প্রবাসী অধ্যুষিত পর্যটন জেলা মৌলভীবাজারে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব ড. উর্মি বিনতে সালাম।
বিদায় নেবেন বর্তমান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

আজ রোববার (১২ মার্চ ২০২৩) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে মৌলভীবাজারসহ ৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। অন্যান্য জেলাগুলো হচ্ছে, রাজশাহী, নড়াইল, মাদারীপুর, দিনাজপুর, নাটোর, মেহেরপুর ও ঝিনাইদহ।
প্রজ্ঞাপনে মৌলভীবাজার জেলায় ড. উর্মি বিনতে সালামকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তিনি এর আগে মন্ত্রী পরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব পদে কর্মরত ছিলেন ।
মেধাবী এই কর্মকর্তা ২০১৮ সালে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছিলেন।

Manual8 Ad Code

নাটোরের ডিসি শামীম আহমেদকে রাজশাহীতে বদলি করা হয়েছে।

আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইল, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব শাকিল আহমেদকে দিনাজপুর, বাণিজ্য মন্ত্রণালয়ের সংযুক্ত উপ-সচিব এসএম রফিকুল ইসলামকে ঝিনাইদহ, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপ-সচিব ড. উর্মি বিনতে সালামকে মৌলভীবাজারের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুল রশিদ খানকে মাদারীপুর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু নাছের ভূঞাকে নাটোর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আজিজুল ইসলামকে মেহেরপুরের ডিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

Manual7 Ad Code

আরেক আদেশে দিনাজপুরের ডিসি খালেদ মোহাম্দ জাকি ও মৌলভীবাজারের ডিসি মীর নাহিদ আহসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়, নড়াইলের ডিসি মুহাম্মদ হাবিবুর রহমানকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, রাজশাহীর ডিসি আব্দুল জলিলকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, মেহেরপুরের ডিসি ড. মোহাম্মদ মুনসুর আলম খানকে কৃষি মন্ত্রণালয়, মাদারীপুরের ডিসি ড. রহিমা খাতুনকে পানি সম্পদ মন্ত্রণালয় এবং ঝিনাইদহের ডিসি মনিরা বেগমকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual4 Ad Code