আগামী ১৮ মার্চ সংগঠন ‘কালির’ ১৭তম বৈঠক

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৩

আগামী ১৮ মার্চ সংগঠন ‘কালির’ ১৭তম বৈঠক

Manual1 Ad Code

সাহিত্য বিষয়ক প্রতিবেদক | ঢাকা, ১৩ মার্চ ২০২৩ : সংগঠন ‘কালির’ ১৭তম বৈঠক বসছে ১৮ মার্চ ২০২৩, শনিবার, দুপুর ২.৪৫ মিনিটে। যথারীতি ধানমণ্ডি ২৭ এর মাইডাস ভবন, লিফট ৯ এ।
‘কালি’ আগাগোড়াই নিউট্রাল জায়গায় দাঁড়িয়ে অনুষ্ঠান করতে চায় বা চেয়েছে। সেখানে কতোটা সফল বা বিফল আমরা হয়েছি তা বোদ্ধা দর্শকরাই বিচার করবেন।
আমাদের তীক্ষ্ণদৃষ্টি থাকে নারী লেখকদের ওপর। কারণ এই পৃথিবীতে তাদের দাঁড়ানোর জায়গা বড়ই কম। তারা দাঁড়ালেও অন্যেরা এসে ধাক্কা দিতে অতি স্বাচ্ছন্দ্য বোধ করে। তা যেমন পুরুষকুল থেকে, তেমনি নিজকুল থেকেও কম কিছু নয়। এবং ভুক্তভোগী মাত্রই তা জানেন। এবং আমারও সম্প্রতি অভিজ্ঞতা হলো যে, বইয়ের বুকলঞ্চিং অনুষ্ঠানেও কীভাবে শুধুমাত্র ইর্ষাপ্রসুত অন্যকে বুলিং করা যায়? ?
আমাদের এবার ১৭তম বৈঠকে আমরা রেখেছি তরুণ ও মেধাবী লেখক আফরোজা সোমার ‘বেশ্যা ও বিদুষীর গল্প’ নিয়ে আলোচনা, পাঠ ও লেখক-শ্রোতার প্রশ্নোত্তর পর্ব।
যারা জেন্ডার বিষয়টি ভালো করে জানতে ও বুঝতে চান তারা নিশ্চয়ই আসবেন। যারা চাননা তারাও আসবেন দর্শক ও শ্রোতা হিসেবে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকছেন ড.জোবাইদা নাসরিন ও সৈয়দ সাখাওয়াত।
সঞ্চলনায় থাকছে কালির এক্সিকিউটিভ মেম্বার লায়লা মুন্নী।
ড্রেসকোড বেগুনি, বেগুনির শেড বা যার যেমন আছে তাই পরা যাবে।
জামাকাপড় বড় বিষয় নয়, বিষয় আপনার ব্যক্তিত্ব ও একাগ্রতা।
এবং আমাদের বন্ধুরা আসবেনই জানি। শত্রুরাও আসুন।
ওয়েলকাম টু অল।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual7 Ad Code