সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করায় চা শ্রমিক সন্তান রাজু নুনিয়াকে অভিনন্দন!

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৩

সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করায় চা শ্রমিক সন্তান রাজু নুনিয়াকে অভিনন্দন!

Manual4 Ad Code

এডভোকেট হাসান |

স্নেহভাজন রাজু নুনিয়া। মাজদিহী চা বাগানের শ্রমিক সন্তান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনুজীব বিদ্যায় সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করেছে। সেজন্য তাকে অভিনন্দন। চা বাগানে জন্ম নিয়ে দুনিয়ার সবচেয়ে কম মজুরিতে কাজ করা বাবা- মায়ের সন্তান হিসেবে এই ডিগ্রি অর্জন করতে কতটুকু অনিশ্চয়তা এবং দীর্ঘ সময় জুড়ে কতটা কঠিন কষ্টকর পথ পাড়ি দিতে হয়েছে তা ভুক্তভোগী মাত্র জানেন। এখন সে মাস্টার্সের ছাত্র। রাজু’র জীবন বিকাশের অদম্য স্পৃহা নিয়ে লড়াই আমাদের জন্য অনুসরণীয়। আত্মপরিচয় বিস্মৃত না হওয়া চা শ্রমিক সন্তান রাজু’র আত্ম মর্যাদাবোধও অনেক গভীর।

২০২০ সালে চুনারুঘাট রেমা চা বাগানে বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের ত্রাণ বিতরণ কাজে আমার সাথে রাজুর পরিচয়। প্রথম দিনেই অমায়িক রাজুর সাথে গভীর আত্মিক মিত্রতা অনুভব করেছি। সময়ের সাথে সাথে এই সম্পর্ক নানান মাত্রায় বিকশিত হয়েছে।

Manual8 Ad Code

রাজুর প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন যেন দুই শতাব্দীর গোলামির শিকলে বন্দী চা শ্রমিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি অর্জনের পথে একধাপ এগিয়ে যায় সেই প্রত্যাশা করি।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual3 Ad Code