তবুও যেন আবছা-আবছা মনে পড়ে

প্রকাশিত: ৫:২৫ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৩

তবুও যেন আবছা-আবছা মনে পড়ে

Manual2 Ad Code

সাবরিনা |

তুমি আমাকে বলেছিলে, ফিরে এসো, আমি অনন্তকাল তোমার জন্য এখানেই অপেক্ষা করবো।
বলেছিলে, ফিরে এসো, আমি অপেক্ষা করবো যেমন করে তপ্ত মাটি অপেক্ষা করে এক ফোঁটা বৃষ্টির আশায়।
একটুখানি সবুজের আকাঙ্ক্ষায়, তুমি অপেক্ষা করবে বলেছিলে।

Manual6 Ad Code

আমি তোমাকে বলেছিলাম, এই যাওয়াটা কিছু নয়,আবার আমি ফিরে আসব।
টকটকে লালের নেশায় আকাশটাকে মাতিয়ে দিয়ে সূর্য যখন ডুবে যাবে,
নৌকার গলুইয়ে মাথা রেখে,
নদীর ছলছল জলের শব্দ শুনতে-শুনতে
আবার আমি ফিরে আসব।
আমি তোমাকে বলেছিলাম।

Manual3 Ad Code

তোমার সাথে আমার বৃষ্টি ছোয়ার কথা ছিল।
তোমার সাথে আমার কিছু স্বপ্ন মাখা বিকেল ছিল।

Manual4 Ad Code

তোমার ঘরে তালা ঝুলছে, চকচকে রং থেকে আজ মরচে পড়া নিখাদ অন্ধকার।
তোমার রক্তের সেই আবেগ হয়তো এখন স্তিমিত হয়ে এসেছে, অথবা, হয়তো তুমি আজ অন্য কারো প্রয়োজন থেকে প্রিয়জন হয়েছে।
হয়েছে অন্য কারো শাড়ির আঁচল, কপালের টিপ, কাচের চুড়ি…

তবুও যেন আবছা-আবছা মনে পড়ে,
আমি তোমাকে বলেছিলাম।
— সাবরিনা

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual5 Ad Code