রাষ্ট্রপতির এপিএস হলেন জাহাঙ্গীর আলম

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, মে ৪, ২০২৩

রাষ্ট্রপতির এপিএস হলেন জাহাঙ্গীর আলম

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ০৪ মে ২০২৩ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার।

বুধবার (৩ মে ২০২৩) রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সাংগঠনিক কাঠামোতে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের দুটি পদ রয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় (জন বিভাগ) এর কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২২ এর তফসিলের ১৩ ক্রমিকে উল্লিখিত উক্ত পদের ৫০ ভাগ পদ মহামান্য রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী এবং ৫০ ভাগ পদ প্রেষণে বদলির মাধ্যমে পূরণযোগ্য। বর্তমানে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের একটি পদ শূন্য রয়েছে। রাষ্ট্রপতি উক্ত পদে এসএম জাহাঙ্গীর আলম সরকারকে পদায়নের জন্য সানুগ্রহ অভিপ্রায় ব্যক্ত করেছেন।

সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপরোক্ত কর্মকর্তাকে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের শূন্য পদে পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, পাবনায় জন্ম নেওয়া বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। নতুন নিযুক্ত হওয়া তার এপিএসের বাড়িও পাবনায়।

এ সংক্রান্ত আরও সংবাদ