তুমি নেই, তুমি আছো

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২৩

তুমি নেই, তুমি আছো

দীপংকর ভট্টাচার্য লিটন |

আজ বাবার ৭ম মৃত্যুবার্ষিকী। ২০১৬ সালের এই দিনে তুমি আমাদের ছেড়ে অনন্ত ধামে যাত্রা করেছিলে। আজ তোমার মৃত্যুর সাত বছর পূর্ণ হলো। তুমি নেই এ কথাটি একটিবারের জন্যও মনে করিনি। আমার প্রতিটি কর্মেই তোমার উপস্থিতি উপলব্ধি করি। এখনও তুমি আছো। আজও গভীর রাতে বাড়ী ফিরে দড়জায় কড়া নাড়তেই শুনতে পাই তোমার গলার আওয়াজ। যত রাতই হোক আমি ঘরে ডোকার পর তোমার ঘুম আসতো। আজো মনে হয় আগের মতো নিয়ম করেই তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারে বসে আছো। তোমার প্রিয় ছিল লবণ ছাড়া চা, সাথে একটি নিমকী। জানো বাবা, এখনো তোমার বন্ধুবান্ধব, রাজনৈতিক সহকর্মী, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খিরা বলেন, তুমি খুব ভাল মানুষ ছিলে, তখন মনটা কেঁদে উঠলেও গর্ভে আমার বুক ভরে যায়। পরোপকার, পরমতসহিষ্ণুতা, অন্যায়ের প্রতিবাদ ও ন্যায়ের পক্ষে কথা বলা সৎ পথে চলা, তোমার সেই দেখানো পথেই আমি হাঁটার চেষ্টা করছি। আমৃত্যু যেন তোমার এই নীতি গুলো ধরে রাখতে পারি। আমার জন্য আশীর্বাদ করো বাবা। ভাল থেকো।
#

দীপংকর ভট্টাচার্য লিটন
সিনিয়র সহসভাপতি, শ্রীমঙ্গল প্রেসক্লাব

শ্রীমঙ্গল প্রতিনিধি, দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’।

এ সংক্রান্ত আরও সংবাদ