শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | নীলফামারী, ০৬ নভেম্বর ২০২৩ : নীলফামারী জেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

আজ সোমবার (৬ নভেম্বর ২০২৩) সকাল ১০টা থেকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জেলা পরিবেশ অধিপ্তরের আয়োজনে প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তৃতা দেন- অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ।

Manual2 Ad Code

প্রশিক্ষণে শব্দ দূষণ ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে তথ্য চিত্র উপস্থাপন করেন- নীলফামারী মেডিক্যাল কলেজের প্রভাষক ডা. আব্দুল্লাহ আল মামুন।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশিদারিত্ব প্রকল্পের উদ্যোগে সচেতনতামূলক ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। অর্ধদিনের প্রশিক্ষণে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭০ জন শিক্ষক শিক্ষার্থী অংশ নেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ