কৃষ্ণ সাগর ও ক্রিমিয়ার আকাশে ইউক্রেনের ১৭টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩

কৃষ্ণ সাগর ও ক্রিমিয়ার আকাশে ইউক্রেনের ১৭টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

Manual2 Ad Code

বিশেষ প্রতিবেদক | মস্কো, ০৭ নভেম্বর ২০২৩ : রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কৃষ্ণ সাগর ও ক্রিমিয়ার আকাশে ইউক্রেনের ১৭টি ড্রোন ধ্বংস করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর তাসের।

Manual8 Ad Code

মন্ত্রণালয় জানায়, ‘৭ নভেম্বর রাতে রাশিয়ান ফেডারেশনের ভূখন্ডের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে পাঠানো ইউক্রেনের বিভিন্ন ড্রোন ধ্বংস করা হয়েছে। ফলে কিয়েভ সরকারের রাশিয়ায় সন্ত্রাসী হামলা চালানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কৃষ্ণ সাগর জলসীমার এবং ক্রিমিয়া প্রজাতন্ত্র অঞ্চলের আকাশে মনুষ্যবিহীন ১৭টি আকাশযান ঠেকিয়ে দিয়েছে।’

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ