শপথ নিয়েছেন নব-নির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেন

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

শপথ নিয়েছেন নব-নির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেন

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৩ নভেম্বর ২০২৩ : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ সোমবার (১৩ নভেম্বর ২০২৩) সংসদ ভবনের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১১১ পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. আফজাল হোসেনকে শপথ বাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও মো. মহিব্বুর রহমান এমপি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আফজাল হোসেন রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ