সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩
দেওয়ান মাসুকুর রহমান, নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৩ নভেম্বর ২০২৩ : শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি সুবিধাপ্রাপ্ত উপকারভোগীদের মাঝে ভিজিডি, ভাতা, হুইল চেয়ার, নগদ অর্থ, ঋণের চেক, শিক্ষা উপকরণ সহ নানাবিধ সরকারি সেবা ও উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং সরকারি সেবা ও উপকরণ বিতরণ করেন সাবেক চিফ হুইপ’ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব। এছাড়াও বক্তব্য দেন শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুদু মিয়া ও কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতলিব।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকার ভোগীদের মাঝে চাল, চিকিৎসা খাতে নগদ অর্থের চেক, বিভিন্ন ভাতা, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, উদ্যোক্তাদের মাঝে নগদ অর্থ, মুরগি ও মুরগির ঘর নির্মাণ সামগ্রী এবং শিক্ষা উপকরণসহ নানাবিধ সরকারি সেবা ও উপকরণ বিতরণ করা হয়।
এ সময় সুদীপ দাশ রিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মো. লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান, জনবন্ধু যুব কল্যাণ সংস্থার সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সরকারি বিভিন্ন সুবিধা ভোগী প্রায় ৩ হাজার নারী- পুরুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D